ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

সিঁধ কেটে ঘরে ঢুকে বিধবাকে ধর্ষণ

টঙ্গী প্রতিনিধি, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০ , ১০:২৪ পিএম


loading/img

গাজীপুরের কালিয়াকৈরে গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে এক বিধবাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। 

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ ওই নারী জানায়, ওই বিধবা নারী কালিয়াকৈর উপজেলার পাইকপাড়া এলাকায় সোমবার (১৩ এপ্রিল) রাতের খাবার খেয়ে তার নিজের ঘরে ঘুমিয়ে পড়ে।  পরে গভীর রাতে একই এলাকার আব্দুল মালেকের ছেলে শাকিল তার বাড়িতে গিয়ে সিঁধ কেটে ঘরে ঢুকে ওই বিধবাকে ধর্ষণ করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে শাকিল পালিয়ে যায়। 

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে ওই বিধবা নারী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মুক্তি মাহমুদ জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |