• ঢাকা শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
logo

সীতাকুণ্ডে কারখানায় শ্রমিকের পা বিচ্ছিন্ন

সীতাকুণ্ড প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৯ এপ্রিল ২০২০, ১১:৪৪
টঙ্গী গাজীপুর মসজিদ
ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের সাগরপাড়ে এমপি দিদারের অনুমোদনহীন শিপইয়ার্ডে পা কাটা গেল এক শ্রমিকের।

গতকাল মঙ্গলবার দুপুরে ওই ইউনিয়নের বারআউলিয়া এলাকায় তাসিন স্টিল লিমিটেড নামে জাহাজ ভাঙা কারখানায় দুর্ঘটনা ঘটে।

পরে কারখানা কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম নগরের একেখাঁনস্থ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আহত ওই শ্রমিকের নাম মো. খলিল(৫৫) তার বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা গ্রামে।

কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক শুভঙ্কর দত্ত বলেন, ওই কারখানার শ্রমিকেরা তাকে জানিয়েছেন, জাহাজ থেকে হেসকভার নামে একটি যন্ত্র নিচে নামানোর সময় ওই শ্রমিকের পা একটি রেলিংয়ের সঙ্গে চাপা দেয়। এতে শ্রমিকের ওইপা থেতলে যায়। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তাদের বিষয়টি জানাননি।

পরিদর্শক শুভঙ্কর দত্ত আরও বলেন, কর্তৃপক্ষ তাদের অনুমোদন না নিয়ে ওই কারখানাতে জাহাজ ভাঙছে। কেন অনুমোদন না নিয়ে জাহাজ ভাঙার কাজ শুরু করেছে এবং কেন দুর্ঘটনার পরও তাদের জানানো হয়নি সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেবেন তারা। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, ওই শ্রমিকের একটি পা কেটে বাদ দিতে হতে পারে। তবে কোন পা ক্ষতিগ্রস্ত হয়েছে তা জানাতে পারেননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায় আরটিভি অনলাইনকে বলেন, কোনও কারখানায় দুর্ঘটনা হলে উপজেলা প্রশাসনকে জানানোর কথা। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তাকে বিষয়টি জানাননি। তিনি নিজেই খোঁজ নিয়ে বিষয়টি জানতে পেরেছেন।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেতন পেলেন শ্রমিকরা, শনিবার খুলবে কারখানা
৩ মাস বন্ধ থাকার পর শুক্রবার খুলছে সাফারি পার্ক
গাজীপুরে কারখানায় আগুন
শান্ত গাজীপুর, কাজে ফিরলেন শ্রমিকরা