পরিবারসহ করোনায় আক্রান্ত চট্টগ্রাম-৮ আসনের এমপি

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

বৃহস্পতিবার, ১১ জুন ২০২০ , ০৮:৫৩ এএম


MP of Chittagong-6 constituency affected by Corona along with his family
ফাইল ছবি

পরিবারসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন। 

বিজ্ঞাপন

এছাড়া তার পরিবারের কয়েকজন সদস্যের শরীরেও করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে তার স্ত্রী, ছেলে নাতিসহ পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন।

বুধবার (১০ জুন) রাতে সংসদ সদস্য মোছলেম উদ্দিন এর এক নিকট আত্মীয় বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজ্ঞাপন

তিনি বলেন, পরিবারের ১০ সদস্যসহ চট্টগ্রাম-৮ আসনের এমপি মোছলেম উদ্দিন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে স্ত্রী, ছেলে নাতিসহ পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন।

এদিকে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, বুধবার রাতে  ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবের প্রকাশিত ফলাফলে তাদের করোনায় আক্রান্তের তথ্য জানা যায়। 

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission