• ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
logo

নোয়াখালীতে লকডাউন অমান্য করায় ২৩টি গাড়ি আটক

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২০ জুন ২০২০, ১৫:৪৩
23 vehicles detained for violating lockdown in Noakhali
ছবি সংগৃহীত

সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় জেলা প্রশাসন সদর, বেগমগঞ্জ ও কোম্পানিগঞ্জ উপজেলাকে লকডাউন ঘোষণা করে। চতুর্থ ধাপের প্রথম দুই উপজেলার ১২ তম দিন এবং কোম্পানিগঞ্জ উপজেলায় পাঁচ দিন চলছে। রাস্তায় চেকপোস্ট বসিয়ে সর্তক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী।

ইতিমধ্যে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩৭৭০০ টাকা জরিমানা এছাড়া রাস্তায় গাড়ি চালানোর অপরাধে ২৩টি গাড়ি আটক করা হয়।

এদিকে নোয়াখালীতে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে, এছাড়া সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ নতুন করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু-৪০ জন ও আক্রান্ত -১৬৫৭ জন ও সুস্থ হয়েছেন ৫৫৪ জন।

শনিবার ২০ জুন সকাল ১০টায় বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়