• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

ঈদ পর্যন্ত বন্ধ কক্সবাজারের পর্যটন স্পটগুলো (ভিডিও)

কক্সবাজার প্রতিনিধি

  ১১ জুলাই ২০২০, ১৮:১৪

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ও কক্সবাজার জেলা কোভিড-১৯ প্রতিরোধ কার্যক্রমের সমন্বয়ক হেলালুদ্দীন আহমদ বলেছেন, আগামী ঈদুল আজহা পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতসহ জেলার পর্যটন স্পটগুলো বন্ধ থাকবে। করোনা সংক্রমণ রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলার কোভিড-১৯ মোকাবিলায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সঞ্চালনায় সভায় তিনি আরো বলেন, আগামী ঈদুল আজহা উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে পশুরহাট পরিচালনা করতে হবে। এক্ষেত্রে অনলাইন পশুরহাটের ওপর গুরুত্ব দিতে হবে।

সভায় জেলায় সমন্বিত ত্রাণ ব্যবস্থাপনা, কক্সবাজারে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে হাইফ্লো ন্যাজল ক্যানুলার সংখ্যা বৃদ্ধি, রামু ও চকরিয়া আইসোলেশন সেন্টারে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের অগ্রগতি, অক্সিজেন কনসেনট্রেটর, সিপেভ-ভাইপেভ মেশিন, প্লাজমা ব্যাংক স্থাপন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন, কন্টাক্ট ট্রেসিং কার্যক্রম, ক্ষুদ্র পরিসরে লকডাউন বাস্তবায়ন, ঈদুল আজহা উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে পশুরহাট ব্যবস্থাপনা, অনলাইন পশুরহাট বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়৷

অনুষ্ঠানে কক্সবাজারের সংসদ সদস্যবৃন্দ, জেলা পরিষদের চেয়ারম্যান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, পুলিশ সুপার, সেনাবাহিনীর প্রতিনিধি, নৌবাহিনীর প্রতিনিধি, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ, সিভিল সার্জন এর প্রতিনিধি, সদর হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক, জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলার সকল পৌরসভার মেয়রবৃন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তারা, নির্বাহী প্রকৌশলী, ডিপিএইচই ও এলজিইডি, জেলা খাদ্য নিয়ন্ত্রক এবং প্রেসক্লাব সভাপতি উপস্থিত ছিলেন।
পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চকরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদী গ্রেপ্তার
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশু নিহত, জীবিত উদ্ধার ২
রাখাইনে ফের বিস্ফোরণ, কাঁপছে টেকনাফ সীমান্ত
মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে শিশুসহ ৩০ রোহিঙ্গা উদ্ধার