সবজির ট্রাকে মিললো ১০টি বিদেশি পিস্তল

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ , ০৮:৩৪ এএম


10 foreign pistols were found in the vegetable truck
সবজির ট্রাকে বিদেশী পিস্তল

বগুড়ার কাহালুতে সবজিবোঝাই ট্রাক তল্লাশি করে ১০টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও বেশ কিছু মাদকসহ তিনজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন। 

বিজ্ঞাপন

বুধবার (২২ জুলাই) বিকেলে কাহালু উপজেলার ভাগদুবড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

বগুড়া এপিবিএন’র অধিনায়ক (পুলিশ সুপার) জয়নুল আবেদীন জানান, জয়পুরহাট থেকে ঢাকাগামী একটি সবজিবোঝাই ট্রাকে অস্ত্র ও মাদকের একটি চালান যাচ্ছে-এমন খবরে তারা বুধবার বিকেলে অভিযান চালান নওগাঁ-বগুড়া মহাসড়কে। এই মহাসড়কের কাহালু উপজেলার ভাগদুবড়া ঈদগাহ মাঠের পাশে ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-২০-৫৬৮০) আটকে তল্লাশি চালানো হয়। এসময় ট্রাকটি থেকে পাকিস্তানে তৈরি ১টি এবং তুরস্কের তৈরি ৯টিসহ মোট ১০টি বিদেশী পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং ১৩৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আটক করা হয় ট্রাকের চালক কাবিল, সহকারী সেভেন এবং ছোট নামের একজন জনকে। 

বিজ্ঞাপন

আটককৃতরা কার কাছ থেকে কী উদ্দেশ্যে মাদকসহ অস্ত্রগুলো নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission