• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
দেশের এক ইঞ্চি জমি কাউকে দেব না: জামায়াত আমির
গরুর মাংস আমদানি হবে আত্মঘাতী সিদ্ধান্ত: প্রাণিসম্পদ উপদেষ্টা
মাংস আমদানি আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।  রোববার (১ ডিসেম্বর) দুপুরে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) ২০২৩-২৪ অর্থবছরে সমাপ্ত গবেষণাসমূহের ফলাফল ও অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে বার্ষিক গবেষণার কর্মশালা উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।  তিনি বলেন, দেশে গরুর মাংসের চাহিদা অনেক আছে কিন্তু দাম একটু বেশি তাই অনেক দেশ বাংলাদেশে গরু রপ্তানি করতে চায়। বহু বিদেশি সংস্থা আমাদের কম দামে মাংস আমদানির প্রস্তাব দেয়। তাদের এই প্রস্তাবের কারণে সরকারও অনেক সময় চাপে পড়ে যায়। দেশেই মাংস উৎপাদন বাড়ানো সম্ভব জানিয়ে উপদেষ্টা বলেন, কেবল কোরবানিকেন্দ্রিক মাংসের বাজার বিবেচনা না করে সারা বছর কী পরিমাণ মাংসের চাহিদা থাকে তা বিবেচনায় নিয়ে কার্যক্রম গ্রহণ করতে হবে। মাংসের দাম কেনো বাড়ে তার কারণ খুঁজে বের করতে হবে বিএলআরআইকে। দেশীয় জাতসমূহের উন্নয়নের মাধ্যমে বিএলআরআইকে উৎপাদনশীলতা বাড়াতে হবে।’ তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যুগোপযোগী গবেষণা কার্যক্রম পরিচালনা করতে হবে। আমাদের দেশীয় জাতসমূহ জলবায়ু পরিবর্তনের সঙ্গে কতটা খাপ খাইয়ে নিতে পারছে, সে-সংক্রান্ত গবেষণা করতে হবে। পাশাপাশি মৌসুমভেদে প্রাণিজ আমিষের চাহিদা এবং এর সঙ্গে প্রাণীদের উৎপাদনে কী ধরনের পরিবর্তন আসছে সে সংক্রান্ত গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে বাজারে নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে। বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টি টিউট (বিএলআরআই) এর প্রকল্প পরিচালক সামাদসহ কয়েকজন বৈজ্ঞানিক কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির বিষয়ে জানতে চাইলে অন্তবর্তীকালীন সরকারের এই উপদেষ্টা আরও বলেন, বর্তমান সরকার সব দুর্নীতির বিষয়ে খতিয়ে দেখবে। দুর্নীতির বিষয় দেখা বা সংস্কার করা এই অন্তবর্তীকালীন সরকারের কাজ। আরটিভি/এমকে
মেঘনা নদীতে অবৈধ মাছের ঘের উচ্ছেদ
সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর মুক্তিতে মিষ্টি বিতরণ
টঙ্গীতে জোড় ইজতেমার তৃতীয় দিনের বয়ান চলছে
সুন্দর ও চিকন হতে চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি
যে কারণে পুলিশের ভাইভা দিতে এসে গ্রেপ্তার হলেন ৩ প্রার্থী
মানিকগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার ভাইভা (মৌখিক পরীক্ষা) বোর্ড থেকে তিন প্রার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের প্রত্যেকের লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়েছে অজ্ঞাত কেউ। শনিবার (৩০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি এস এম আমানুল্লাহ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- দৌলতপুর উপজেলার তালুক নগর এলাকার বাবু খানের ছেলে মো. শামীম খান (১৯), মতিন খানের ছেলে মো. ইসমাইল খান (১৮), নাজিমুদ্দিনের ছেলে মো. নাজমুল হোসেন (১৮)। এর আগে শুক্রবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় মানিকগঞ্জ পুলিশ লাইনে মৌখিক পরীক্ষার নিয়োগ বোর্ডের জিজ্ঞাসাবাদে অসামঞ্জস্য উত্তর দেওয়ায় বোর্ড সদস্যদের এই ৩ প্রার্থীর প্রতি সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়েছে অজ্ঞাতক কেউ- এ বিষয়টি স্বীকার করেন তারা। জানা যায়, চলতি মাসের ২২ তারিখে কনস্টেবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার জন্য শুক্রবার সকালে পুলিশ লাইনে ভাইভা পরীক্ষার জন্য আসেন তারা। মৌখিক পরীক্ষায় প্রার্থীদের জিজ্ঞাসাবাদে বোর্ড সদস্যদের অসামঞ্জস্য মনে হলে তারা তাদের নিবিড় পর্যবেক্ষণ করেন এবং জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিন প্রার্থী তাদের লিখিত পরীক্ষা অন্য কেউ প্রক্সি দিয়েছে বিষয়টি স্বীকার করেন। লিখিত পরীক্ষায় প্রক্সি দেয়ার জন্য শামীম এবং ইসমাইলের কাছ থেকে ১০ হাজার এবং নাজমুলের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছে অজ্ঞাত একটি চক্র। চাকরি পাওয়ার পর প্রত্যেকেরই ১০ লাখ টাকা করে দেওয়ার কথা ছিল চক্রটিকে। এ বিষয়ে সদর থানার ওসি এস এম আমানুল্লাহ বলেন, নিয়োগ বোর্ডের পুলিশ সদস্য বাদী হয়ে একটি মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। আরটিভি/এমকে
আশুলিয়ায় দুর্বৃত্তদের হামলায় যুবকের মৃত্যু
আশুলিয়ায় দুর্বৃত্তের হামলায় আহত ফয়সাল কবির নামে যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটেছে। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ায় ইউনিক এলাকায় একটি শাখা সড়কে কয়েকজন দুর্বৃত্ত ফয়সালকে কুপিয়ে পালিয়ে যায়। জানা গেছে, নিহত ফয়সাল ফরিদপুর নগরকান্দার ধর্মদি দক্ষিণপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে। তিনি আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকায় ভাড়া বাসায় থেকে একটি ট্রান্সপোর্ট অফিসে অফিস সহকারী হিসেবে চাকরি করতেন। পুলিশ জানায়, সন্ধ্যায় আশুলিয়ার ইউনিক এলাকার একটি শাখা সড়কে অজ্ঞাতনামা ৮ থেকে ৯ জন লোক এলোপাতাড়ি ভাবে ফয়সালকে কুপিয়ে যখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় গণস্বাস্থ্য হাসপাতাল ও পরে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও নিহতের মরদেহ উদ্ধার করে। কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করছে পুলিশ।  এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানায় আশুলিয়া থানা পুলিশ। আরটিভি/এমএ
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিরাপত্তা কর্মী নিহত, ৪ বাসে আগুন
গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় চারটি বাসে আগুন দিয়েছেন উত্তেজিত জনতা। বাসচাপায় অনন্ত ক্যাজুয়েল নামে একটি কারখানার নিরাপত্তা কর্মী মুন্নাফ মালিথার (৪৫) মৃত্যুর খবরে বিক্ষুব্ধ জনতা বাসে আগুন দেয়।  শনিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আগুন দেওয়ার খবরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলে ইট ছোড়ে উত্তেজিত জনতা। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম খান। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, বাসে আগুন দেওয়ার খবরে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিস ডেলিভারি হোস খুলে পানি দেবে, এ সময় পাবলিক অ্যাটাক করে। তাই ফায়ার কাজ করতে পারেনি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে অবস্থান করছে। আমরা শুনেছি ২-৩টি বাসে আগুন দেওয়া হয়েছে। এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম খান বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর তারগাছ এলাকায় স্থানীয় অনন্ত ক্যাজুয়েল গার্মেন্টসের এক নিরাপত্তা কর্মী মহাসড়ক অতিক্রম করছিলেন। এ সময় গাজীপুর থেকে ঢাকাগামী আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই নিরাপত্তা কর্মীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে খবর ছড়ায়। পরে উত্তেজিত জনতা ও কয়েকটি কারখানার শ্রমিকরা কয়েকটি বাসে অগ্নিসংযোগ করে। এতে করে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়দের বাধার কারণে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যেতে পারেনি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। আরটিভি/এমকে
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
গাজীপুরের কালিয়াকৈরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের বড়দল এলাকায় অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সঞ্চালনা করেন শ্রীফলতলী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান, সভাপতিত্ব করেন শ্রীফলতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খান বলেন, ফ্যাসিস্ট সরকার সাবেক শেখ হাসিনা ভারত বসে এদেশের গার্মেন্টস কর্মীদের উস্কানি দিয়ে শিল্প কারখানা ধ্বংস করে যাচ্ছে। তার দোসররা এদেশে রয়ে গেছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আখতার উজ জামান, গাজীপুর জেলার সহ সভাপতি মোখলেছুর, পৌর বিএনপির সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ দুলাল, কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খান সহ উপজেলা ও পৌরসভার বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। আরটিভি/এমএ
সৌদি নাগরিককে জীবনসঙ্গী হিসেবে পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুললেই মেলে কোটি কোটি টাকা, বিপুল স্বর্ণালংকার ও বিভিন্ন চিরকুট। এবার সৌদি নাগরিককে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার চিরকুট মিলেছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল ৭টার দিকে ১০টি দানবাক্স ও একটি ট্যাংক থেকে রেকর্ড ২৯ বস্তা টাকা পাওয়া যায়। সঙ্গে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না। নাম-পরিচয়হীন ওই চিঠিতে লেখা রয়েছে— ‘আসসালামু আলাইকুম, প্রিয় পাগলা মসজিদ, আমি একজন সৌদিয়ানকে ভালোবাসি। হে মহান আল্লাহ তুমি তাদের আমার করে দাও। আমি যেন তাকে বিবাহ করিতে পারি। (সুম্মা আমিন)। হে আমার রব, তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। হে রব, তুমি আমাকে নবীর দেশে-পবিত্র মাটিতে জন্মগ্রহণ করার সৌভাগ্য দিয়েছ, আমি যেন আবার সেই সৌভাগ্য নিয়ে তোমার পবিত্র মাটিতে মৃত্যুবরণ করিতে পারি। (আমিন)। আমি যেন পড়ালেখাই ভালো হতে পারি, আমার পরিবারে যেন শান্তি বয়ে আসে। (আমিন) আমি যেন হালাল রুজি রোজগার করিতে পারি (আমিন)। হে রব - হে মহান আল্লাহ তোমার কাছে দুই হাত তুলিয়া চাহিতেছি তুমি আমাকে মক্কাবাসীর ভালো এক উত্তম, দ্বীনি সুদর্শন লোকের সহিত বিবাহ করিয়ে দাও (আমিন।) যে, আমার চিঠিখানা পড়িয়াছেন আমাদের জন্য দোয়া করবেন, নেক আশা করিয়া চিঠিখানা লিখেছি। ইতি তোমার পাপী বান্দা।’ এর আগে, গত ১৭ আগস্টও এমন একটি চিরকুট পাওয়া যায় পাগলা মসজিদের দান বাক্সে। যেখানে একজন প্রেমিকা মুসলিম হয়েও খ্রিস্টান ছেলেকে জীবনসঙ্গী করে পেতে চিঠি লেখেন। তার আগে গত ২০ এপ্রিল সাইফুল ইসলামের নামের এক প্রেমিক চিঠি লিখেন পাঠান দানবাক্সে। আরটিভি/এসএপি/এস
পুলিশ কনস্টেবল পরীক্ষায় ভাইবা দিতে এসে গ্রেপ্তার ৩
মানিকগঞ্জে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার ভাইভা (মৌখিক পরীক্ষা) বোর্ড থেকে তিন প্রার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, দৌলতপুর উপজেলার তালুক নগর এলাকার বাবু খানের ছেলে মো. শামীম খান(১৯); রোল নং-৪৯১০৪৬৩, ঐ এলাকার মতিন খানের ছেলে মো. ইসমাইল খান(১৮); রোল নং-৪৯১০৭৫২, একই এলাকার নাজিমুদ্দিনের ছেলে মো. নাজমুল হোসেন(১৮); রোল নং-৪৯১০৭৭৪। পুলিশ জানায়, চলতি মাসের ২২ তারিখে কনস্টেবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার জন্য শুক্রবার (২৯ নভেম্বর) সকালে পুলিশ লাইনে ভাইবা পরীক্ষার জন্য আসেন তারা। মৌখিক পরীক্ষায় প্রার্থীদের জিজ্ঞাসাবাদে বোর্ড সদস্যদের অসামঞ্জস্য মনে হলে তারা তাদের নিবিড় পর্যবেক্ষণ করেন এবং জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিন প্রার্থী তাদের লিখিত পরীক্ষা অন্য কেউ প্রক্সি দিয়েছে বিষয়টি স্বীকার করেন। পুলিশ আরও জানায়, লিখিত পরীক্ষায় প্রক্সি দেওয়ার জন্য শামীম এবং ইসমাইলের কাছ থেকে ১০ হাজার এবং নাজমুলের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছে চক্রটি। চাকরি পাওয়ার পর প্রত্যেকেরই ১০ লাখ টাকা করে দেওয়ার কথা ছিল চক্রটিকে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানুল্লাহ বলেন, নিয়োগ বোর্ডের পুলিশ সদস্য বাদী হয়ে একটি মামলা করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এর সঙ্গে যে চক্রটি কাজ করেছে তাদেরও খোঁজা হচ্ছে। আরটিভি/এমএ