মাংস আমদানি আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
রোববার (১ ডিসেম্বর) দুপুরে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) ২০২৩-২৪ অর্থবছরে সমাপ্ত গবেষণাসমূহের ফলাফল ও অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে বার্ষিক গবেষণার কর্মশালা উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশে গরুর মাংসের চাহিদা অনেক আছে কিন্তু দাম একটু বেশি তাই অনেক দেশ বাংলাদেশে গরু রপ্তানি করতে চায়। বহু বিদেশি সংস্থা আমাদের কম দামে মাংস আমদানির প্রস্তাব দেয়। তাদের এই প্রস্তাবের কারণে সরকারও অনেক সময় চাপে পড়ে যায়।
দেশেই মাংস উৎপাদন বাড়ানো সম্ভব জানিয়ে উপদেষ্টা বলেন, কেবল কোরবানিকেন্দ্রিক মাংসের বাজার বিবেচনা না করে সারা বছর কী পরিমাণ মাংসের চাহিদা থাকে তা বিবেচনায় নিয়ে কার্যক্রম গ্রহণ করতে হবে। মাংসের দাম কেনো বাড়ে তার কারণ খুঁজে বের করতে হবে বিএলআরআইকে। দেশীয় জাতসমূহের উন্নয়নের মাধ্যমে বিএলআরআইকে উৎপাদনশীলতা বাড়াতে হবে।’
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যুগোপযোগী গবেষণা কার্যক্রম পরিচালনা করতে হবে। আমাদের দেশীয় জাতসমূহ জলবায়ু পরিবর্তনের সঙ্গে কতটা খাপ খাইয়ে নিতে পারছে, সে-সংক্রান্ত গবেষণা করতে হবে। পাশাপাশি মৌসুমভেদে প্রাণিজ আমিষের চাহিদা এবং এর সঙ্গে প্রাণীদের উৎপাদনে কী ধরনের পরিবর্তন আসছে সে সংক্রান্ত গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে বাজারে নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে।
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টি টিউট (বিএলআরআই) এর প্রকল্প পরিচালক সামাদসহ কয়েকজন বৈজ্ঞানিক কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির বিষয়ে জানতে চাইলে অন্তবর্তীকালীন সরকারের এই উপদেষ্টা আরও বলেন, বর্তমান সরকার সব দুর্নীতির বিষয়ে খতিয়ে দেখবে। দুর্নীতির বিষয় দেখা বা সংস্কার করা এই অন্তবর্তীকালীন সরকারের কাজ।
আরটিভি/এমকে