ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ঢাকায় ‘জয় বাংলা গ্রুপের’ সদস্য বাক্কা আটক

আরটিভি নিউজ

সোমবার, ০২ জুন ২০২৫ , ০৭:০৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের জয় বাংলা ব্রিগেডের সক্রিয় সদস্য মো. মেশকাত হোসেন বাক্কাকে (৩৬) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিজ্ঞাপন

সোমবার (২ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন নোবেল কেয়ার হাসপাতালের সামনে থেকে সিটিটিসির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ তাকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

সিটিটিসি’র দাবি, গ্রেপ্তারকৃত মেশকাত আওয়ামী লীগের জয় বাংলা ব্রিগেডের গুরুত্বপূর্ণ সদস্য এবং নওগাঁ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক।

সিটিটিসি সূত্রে জানা যায়, চলিত বছরের ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা রমনা মডেল থানাধীন রমনা পার্কের হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন পার্কের ভেতরের অংশে রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করার মাধ্যমে জনসাধারণের মধ্যে আতঙ্ক ও ভীতি সৃষ্টি এবং রাষ্ট্রীয় কাজে বাধা দানের জন্য ষড়যন্ত্রমূলক মিটিং করার ঘটনায় ডিএমপি রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। মেশকাত ওই মামলার অন্যতম এজাহার নামীয় আসামি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |