ঢাকা

আলোর মুখ দেখছে কর্ণফুলী টানেল

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০১৬ , ১১:৩১ এএম


loading/img

আলোর মুখ দেখতে যাচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে দেশের প্রথম টানেল। রাজধানীর সেতু ভবনে টানেল তৈরিতে সেতু কর্তৃপক্ষের সঙ্গে প্রকল্পের কয়েকটি পরামর্শক প্রতিষ্ঠানের চুক্তি হয়। প্রকল্পে বেশিরভাগ অর্থ সহায়তা দিচ্ছে চীন সরকার।  

বিজ্ঞাপন

‘ওয়ান সিটি, টু টাউন’ চীনের সাংহাই শহরের এমন ধারণা থেকেই কর্ণফুলী নদীর নীচ দিয়ে টানেল তৈরির উদ্যোগ নেয়া হয়। এজন্য খরচ হবে ৮ হাজার ৪শ’ ৪৬ কোটি টাকা। এর মধ্যে ৫ হাজার ৬শ’ ৪০ কোটি টাকা দেবে চীনের এক্সিম ব্যাংক। বাকিটা যোগাবে বাংলাদেশ সরকার। টানেল তৈরির কাজ করবে ‘চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।

৪ বছরের মধ্যে টানেলের দু’প্রান্তের সংযোগ সড়ক ও ১ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারসহ ৯ দশমিক ৩ কিলোমিটার প্রকল্প তৈরির বিষয়টি দেখভাল করবে ডেনমার্ক, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ৭টি প্রতিষ্ঠান। এজন্য আসছে ৫ বছরে প্রতিষ্ঠানগুলোকে দিতে হবে ২শ’ ৯১ কোটি টাকা।

বিজ্ঞাপন

বুধবার এ নিয়ে চুক্তিতে সই করে দু’পক্ষ।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, টানেল তৈরির ক্ষেত্রে সরকার এর কারিগরী ও গুণগত মানের দিকে গুরুত্ব দিচ্ছে।

প্রকল্পটি চালু হলে চট্টগ্রামের সঙ্গে দেশের যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় উন্নতি হবে বলে মনে করেন মন্ত্রী।

বিজ্ঞাপন

ডিএইচ/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |