জনপ্রিয় অভিনেত্রী রিয়া সেন। বন্ধুকে নিয়ে লাঞ্চে গিয়েছেন। ওয়েটার এসেছেন অর্ডার নিতে। এমন সময় বললেন, কুড আই হ্যাভ সাম সেক্স প্লিজ? অর্থাৎ আমি কি একটু যৌনতা পেতে পারি?
হয়তো কালজয়ী অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনী বলেই এমন দুঃসাহস দেখাতে পেরেছেন রিয়া! তার এমন প্রশ্নে তো রীতিমতো হতবাক ওই ওয়েটার। শুধু তাই না, বেশ কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে থাকেন তিনি।
চমকে ওঠেন রিয়ার বন্ধুও। তবে ভুলটা বুঝতে পেরেই সামলে নেন ড্যাশিং অভিনেত্রী। সম্প্রতি মুম্বাইয়ে এমন ঘটনায় অবাক বলিপাড়া!
রহস্যটা এবার ভেঙে দেয়া যাক। বন্ধুর সঙ্গে রেস্তোরাঁয় লাঞ্চে গিয়ে বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করছিলেন রিয়া। তার মধ্যে ছিল যৌনতার প্রসঙ্গও! পাশাপাশি তিনি চোখ রাখছিলেন মেনু কার্ডে। ওই রেস্তোরাঁর বিশেষ আইটেমের নাম 'এগস অন দ্য বিচ'। ওই খাবারটাই খেতে চেয়েছিলেন তিনি। ওয়েটার আসার পর মেনু অর্ডার দিতে গিয়ে 'এগস'র পরিবর্তে 'সেক্স' শব্দটি বলে ফেলেন অভিনেত্রী। সঙ্গে সঙ্গে ভুল শুধরে নিলেও খবরটি চাউর হয়ে যায়।
ঘনিষ্ঠ মহলে রিয়া জানান, তারা যৌনতা নিয়েও আলোচনা করছিলেন। সে কারণেই মুখ ফস্কে 'সেক্স' শব্দটি বলে ফেলেছিলেন।
এইচএম/ডিএইচ