কর্মীদের চাঙ্গা করতেই হামলা চালাচ্ছে জঙ্গিরা

সোহেল রানা

রোববার, ১৯ মার্চ ২০১৭ , ০৮:২৩ এএম


কর্মীদের চাঙ্গা করতেই হামলা চালাচ্ছে জঙ্গিরা

নতুন কৌশলে হামলা চালিয়ে নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে জঙ্গিরা। নিজ কর্মীদের চাঙ্গা করতেই এসব হামলা হচ্ছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। দেশে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস'র অস্তিত্ব না থাকলেও মতাদর্শগত মিল রয়েছে বলেও দাবি করেন তারা। এছাড়া ৭১'র পরাজিত শত্রুরা তাদের আদর্শ বাস্তবায়নে বিভিন্ন কৌশলে জঙ্গিবাদে মদদ দিচ্ছে বলেও দাবি করেন বিশিষ্টজনেরা।

বিজ্ঞাপন

সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি তৎপরতায় নারী-পুরুষের সম্পৃক্ততা এবং উত্তরার আশকোনায় র‌্যাবের নির্মাণাধীন কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলা প্রমাণ দেয় তাদের নতুন কৌশল ব্যবহার করে অস্তিত্বের জানান।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে দমন হওয়ায় বড় ধরনের নাশকতা তৈরির শক্তি হারিয়ে ফেলেছে জঙ্গিরা বলে দাবি করেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

বিজ্ঞাপন

বিশ্লেষকদের ধারণা, আইএসের সঙ্গে মতাদর্শগত মিল থাকায় আত্মঘাতী হামলাতেও পিছপা হচ্ছে না দেশীয় জঙ্গিরা। সেই সঙ্গে মৌলবাদী শক্তি সুকৌশলে জঙ্গিদের মদদ দিচ্ছে।

তাই জঙ্গিবাদ ঠেকাতে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি পরিবার থেকে রাষ্ট্র সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে বলে জানান তারা।

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission