সোমবারের গুরুত্বপূর্ণ সংবাদ

আরটিভি অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ মে ২০১৭ , ১০:০৬ পিএম


সোমবারের গুরুত্বপূর্ণ সংবাদ

  • সেনানিবাস এলাকায় মাতলামি করলে ২০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। জানালেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।
     
  • বাংলাদেশ ও সান ম্যারিনোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চালু হচ্ছে। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে কূটনৈতিক সম্পর্ক স্থাপন সংক্রান্ত খসড়া অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়। জানালেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।
     
  • মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড রায়ের বিরুদ্ধে রাষ্ট্র ও আসামিপক্ষের রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে পূর্বের রায় বহাল থাকলো।
     
  • মানবতাবিরোধী অপরাধে রিভিউতে সাঈদীর আপিল বিভাগের দেয়া রায় বহাল থাকায় আমার দুঃখ রয়ে গেলো। বললেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
     
  • যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাইদীর মামলার রিভিউতে সর্বোচ্চ শাস্তির বদলে আমৃত্যু কারাদণ্ডের রায়ে জনগণ ক্ষুব্ধ এবং হতাশ হয়েছে। এই রায়ে জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। 
     
  • রাজধানীর বনানীতে দুই তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী রহমতকে গ্রেপ্তার করা হয়েছে। 
     
  • বিলবোর্ড মাস্তানদের দৌরাত্মে সিটির উন্নয়নে হাত দেয়া যেত না। তাদের তাড়িয়ে সেই ঢাকাকে আমরা পরিষ্কার করেছি। বললেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
     
  • বিশ্বের বিভিন্ন দেশের পর বাংলাদেশেও ‘র‍্যানসমওয়্যার’ এর মাধ্যমে কয়েকটি প্রতিষ্ঠানের কম্পিউটার সাইবার হামলার শিকার হয়েছে। বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভির কয়েকটি কম্পিউটারসহ কয়েকটি প্রতিষ্ঠানের কম্পিউটার আক্রান্ত হয়েছে।
     
  • রাজশাহীতে বিএনপির প্রতিনিধি সম্মেলনে দু'গ্রুপে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
     
  • সিলেটের দক্ষিণ সুরমার জঙ্গি আস্তানা আতিয়া মহলের তদন্ত কাজ দ্রুত শেষ করে অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানালেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের(পিবিআই) বিশেষ পুলিশ সুপার রেজাউল করিম মল্লিক।
     
  • গুলশানের সুবাস্তু টাওয়ারের সিলগালা করা আপন জুয়েলার্সের শোরুমে অভিযান শুরু করেছেন শুল্ক গোয়েন্দারা। সোমবার বিকেল ৩টার দিকে গুলশান ২ নম্বরের এ শোরুমে অভিযান শুরু হয়।
     
  • পবিত্র রমজানে বাংলাদেশের গরীব মানুষের জন্য ৫০ মেট্রিক টন খেজুর দিয়েছে সৌদি আরব।
     
  • ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২০১৭-১৯ মেয়াদকালের দ্বিবার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের প্যানেল সম্মিলিত গণতান্ত্রিক পরিষদের অ্যাসোসিয়েশন গ্রুপের ১৬ প্রার্থী পরিচালক নির্বাচিত হয়েছেন। 
     
  • আমার কাছে নির্দিষ্ট কিছু তথ্য আছে যেগুলো প্রমাণ করে ওসামা বিন লাদেন এখনো জীবিত। দাবি করলেন আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থা-এনএসএ’র তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেন।

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission