নতুন অর্থবছরে পদ্মা সেতুতে বরাদ্দ বেড়েছে

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ০১ জুন ২০১৭ , ০৬:১৯ পিএম


নতুন অর্থবছরে পদ্মা সেতুতে বরাদ্দ বেড়েছে

ফের বেড়েছে পদ্মা সেতুতে বরাদ্দ। আসছে অর্থবছরে দেশের সবচেয়ে বড় এ খাতে বরাদ্দ দেয়া হয়েছে ৫ হাজার ৫২৪ কোটি ৩৬ লাখ টাকা।

বিজ্ঞাপন

২০১৬-১৭ অর্থবছরে সংশোধিত এডিপিতে পদ্মা সেতু প্রকল্পে বরাদ্দ ছিল ৪ হাজার ৬৭৪ কোটি ১০ লাখ টাকা। ফলে চলতি অর্থবছরের চেয়ে আসছে অর্থবছরে বরাদ্দ বাড়ছে ৮৫০ কোটি ২৬ লাখ টাকা।

চলতি অর্থবছরে পদ্মা সেতু প্রকল্পের অনুকূলে সংশোধিত এডিপিতে বরাদ্দ ছিল ৪ হাজার ৬৭৪ কোটি ১০ লাখ টাকা। এর মধ্যে গেলো এপ্রিল পর্যন্ত ব্যয় হয়েছে ২ হাজার ১৯৬ কোটি ৫৬ লাখ টাকা, যা আরএডিপি বরাদ্দের ৪৬ দশমিক ৯৯ শতাংশ।

বিজ্ঞাপন

এদিকে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, আসছে অর্থবছর পদ্মা সেতু প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ। ২০১৮ সালের মধ্যে এই সেতু দিয়ে যান চলাচলের পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্য পূরণ করতে হলে নতুন অর্থবছরে বাস্তবায়ন কাজে ব্যাপক গতি আনতে হবে। ফলে বরাদ্দের ক্ষেত্রে যাতে কোনো টান না পড়ে সেদিকে খেয়াল রাখা হয়েছে।

বৃহস্পতিবার বেলা দেড়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে সংসদে প্রবেশ করেন অর্থমন্ত্রী। এরপর বেলা ১টা ৩৮ মিনিটে তিনি বাজেট বক্তৃতা শুরু করেন। এটি বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদের বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদের ৪র্থ বাজেট।

২০১৭-১৮ অর্থবছরের জন্য একনেক মোট ১ লাখ ৬৪ হাজার কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ অনুমোদন করেছে। সেখান থেকে এবারের বাজেটে বেশকিছু খাতকে অগ্রাধীকার দেয়া হয়েছে। এডিপি থেকে পরিবহণ, বিদ্যুৎ, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও কল্যাণে বরাদ্দ, এবং পেনশন অবসর ভাতায় বরাদ্দ রাখা হয়েছে বেশি।

বিজ্ঞাপন

এর মধ্যে মূল এডিপি হচ্ছে ১ লাখ ৫৩ হাজার ৩৩১ কোটি ২৫ লাখ টাকা। মূল এডিপির সঙ্গে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বরাদ্দ থাকবে ১০ হাজার ৭৫৩ কোটি ৫৮ লাখ টাকা।

এছাড়া বাজেটে আসছে অর্থবছরের অনুমোদিত এডিপির মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যায় হবে ৯৬ হাজার ৩শ’ ৩১ কোটি ২৫ লাখ টাকা। আর বৈদেশিক উৎস থেকে ৫৭ হাজার কোটি টাকা।

বাজেটে ব্যয় মেটাতে সরকারি অনুদানসহ আয়ের পরিমাণ ধরা হয়েছে ২ লাথ ৯৩ হাজার ৪শ’ ৯৪ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয় ধরা হয়েছে ২ লাখ ৪৮ হাজার ১শ’ ৯০ কোটি টাকা। মোট ঘাটতি ১ লাখ ৬ হাজার ৭শ’ ৭২ কোটি টাকা।

 

এইচটি/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission