অর্থপাচার যেটা হয় সেটা বেআইনি। সেটা বন্ধ করার সুযোগ নেই। তবে যেটা আমরা করতে পারি, তা হচ্ছে পাচারের সুযোগ কমানো। আমরা এ বিষয়ে কিছু ব্যবস্থা নিচ্ছি। আগামি মাসের মধ্যেই এটা দেখা যাবে। বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মুহিত বলেন, রেমিটেন্স কিছুটা কমেছে। তবে কমার বিষয়টি বাংলাদেশের একার বিষয় নয়। এটা আন্তর্জাতিক বিষয়। আফ্রিকার কয়েকটি দেশ ছাড়া প্রত্যক দেশের রেমিটেন্স কমেছে।
অর্থমন্ত্রী বলেন, সঞ্চয়পত্রের সুদের হার ব্যাংকের সুদের হারের থেকে একটু বেশি রাখা হয়। তবে খুব বেশি রাখা উচিত নয়। তবে তা ২ শতাংশের বেশি হওয়া উচিত নয়। মার্কেট ইন্টারেস্ট অনুসারে সঞ্চয়পত্রের রেট নির্ধারণ করে কমানো হবে। তবে সময় লাগবে।
তিনি বলেন, বলেন, ব্যাংক হিসাবের আবগারি শুল্ক নিয়ে যে বিতর্ক হচ্ছে তা খামাখা। এই শুল্ক নতুন কিছু না, এটা আগে থেকেই ছিল। প্রস্তাবিত বাজেটের সিস্টেমটা জাস্ট পরিবর্তন করা হয়েছে। এক লাখার টাকার ঊর্ধ্বের ক্ষেত্রে আবগরি শুল্ক বাড়ানো হয়েছে।
এমসি/জেএইচ