নিউইয়র্ক টাইমসে প্রকাশিত ৫টি রিপোর্ট এবছর সোসাইটি অব পাবলিশার্স ইন এশিয়া (সোপা) পুরস্কার জিতেছে। যেখানে নিউইয়র্ক টাইমসের বাংলাদেশ প্রতিনিধি সাংবাদিক জুলফিকার আলি মাণিকের একটি রিপোর্ট রয়েছে।
ঢাকার হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে ‘বাংলাদেশ ক্যাফে অ্যাটাক’ শিরোনামে করা রিপোর্টটি ‘ব্রেকিং নিউজ’ ক্যাটাগরিতে ২০১৭ সালের সোপা পুরস্কার জিতেছে।
জুলফিকার আলি মাণিকের সঙ্গে ওই রিপোর্টটিতে প্রতিবেদক হিসেবে আরো ছিলেন নিউইয়র্ক টাইমসের সাংবাদিক গীতা আনন্দ, এলেন ব্যারি ও রাসেল গোল্ডম্যান।
এ নিয়ে জুলফিকার আলি মাণিক আরটিভি অনলাইনকে বলেন, আন্তর্জাতিকমানের সাংবাদিকতা করার সামর্থ্য আমাদের রয়েছে। শুধু বিদেশি মিডিয়ায় নয়, দেশের মিডিয়াকেও আমরা আরো সমৃদ্ধ করতে পারি। মেধার সঠিক ব্যবহার করে সে সুযোগ আমরা কাজে লাগাতে পারি।
তিনি আরো বলেন, ‘৫টি পুরস্কার জিতেছে নিউইয়র্ক টাইমস। সেখানে একটিতে নিজেকে খুঁজে পেলাম! তাই ভালোই লাগছে।’
সাংবাদিকতায় এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি সোপা পুরস্কার প্রতিবছরই দিয়ে থাকে হংকং বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ সেন্টার। গেলো বৃহস্পতিবার এ বছরের পুরস্কার ঘোষণা করা হয়।
এপি/সি