ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

ভেনেজুয়েলায় ৪৮ ঘণ্টার ধর্মঘটে সহিংসতায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

শুক্রবার, ২৮ জুলাই ২০১৭ , ১১:৩৫ এএম


loading/img

ভেনেজুয়েলায় নতুন সংবিধান প্রণয়নে ভোট বাতিলের দাবিতে সরকার বিরোধীদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘটে ব্যাপক সহিংসতা হয়েছে। এতে নিহত হয়েছেন ৫ জন ও বহুলোক আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বিরোধীদের দাবি, আসছে ৩০ জুলাইয়ের এ নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতায় থাকার সবধরনের ব্যবস্থা পাকাপোক্ত করছে। গেলো চারমাসে এ ধরনের সংঘর্ষে এ পর্যন্ত ১০৫ জন নিহত হয়েছে। 

দেশটির বিরোধী দলীয় নেতা লিউপোলদো লোপেজ এজন্য সামরিক বাহিনীর সহায়তা কামনা করে বলেন, তারা যেন সরকারের থেকে তাদের সমর্থন উঠিয়ে নেন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন ,এটা কোন সাংবিধানিক নির্বাচন নয় বরং এটি একটি সাংবিধানিক ‘ধাপ্পাবাজি’। সরকার যে পরিকল্পনা হাতে নিয়েছে তার মাধ্যমে দেশ থেকে গণতন্ত্র পুরোপুরি উঠে যাবে। ১৫ মিনিটের এক ভিডিও বার্তায় তিনি এজন্য দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, আপনারা এ প্রজাতন্ত্রকে ধ্বংসের হাত থেকে রক্ষায় যে শপথ নিয়েছিলেন সেই দায়িত্ব পালনে সবাই ঝাঁপিয়ে পড়েন। কেননা দেশ আজ এক বিরাট সংকটে নিপতিত। সরকারের বিরুদ্ধে এ আন্দোলন শুধু দেশের ভেতরেই নয় বাহির থেকেও এর জন্য চাপ আসছে। দেশটিতে এমন এক সময়ে এ ধর্মঘট হচ্ছে যখন আমেরিকা  সেদেশের ১৩ জন সিনিয়র নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের যে দিন ধার্য করা হয়েছে এর মাধ্যমে সেখানকার গণতন্ত্র ভূলুণ্ঠিত হবে। 

এদিকে, ধর্মঘট নিয়ে ব্যাপক রক্তারক্তির আশঙ্কায় হাজার হাজার লোক পার্শ্ববর্তী দেশ কলম্বিয়ায় পালিয়ে গেছে। বুধবার থেকে শুরু হওয়া এ ধর্মঘটে বিভিন্ন স্থানে প্রায় অচলাবস্থা সৃষ্টি হয়। আন্দোলনকারীরা বিভিন্ন রাস্তাঘাট বন্ধ করে দেয়। এ কারণে সড়ক -মহাসড়ক প্রায় ফাঁকা দেখা যায়। অফিসগামী লোকজন পড়ে সবচে’ বেশি ভোগান্তিতে। ব্যবসা-বাণিজ্যও প্রায় বন্ধ থাকে।  এ ধর্মঘটের পর আজ শুক্রবার বিরোধীরা দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে।

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট মাদুরো আমেরিকার বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, তার দেশের মাঝে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য উস্কানি দিচ্ছে আমেরিকা। আর এসব করতে তারা সরকার বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে।

এপি/এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |