দুর্নীতির অভিযোগে কাস্টমস কর্মচারীকে অপসারণ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২ , ১০:৫৭ পিএম


দুর্নীতির অভিযোগে কাস্টমস কর্মচারীকে অপসারণ

দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে কাস্টমস ও ভ্যাট বিভাগের অফিস সহায়ক রফিকুল ইসলামকে (সাময়িক বরখাস্ত) চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৬ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব (বোর্ড প্রশাসন) মো. গাউছুল আজম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, অফিস সহায়ক রফিকুল ইসলামের বিরুদ্ধে দেরিতে অফিসে আসা এবং দাপ্তরিক গুরুত্বপূর্ণ নথির নোট শিটসহ সংবেদনশীল পত্রের ছবি তুলে তা বিভিন্ন ব্যক্তির কাছ টাকার বিনিময়ে সরবরাহ করার অভিযোগ ছিল। এমনকি ২০২০ সালের ১৭ ফেব্রুয়ারি তাকে দ্বিতীয় সচিব (কর প্রশাসন-২) শাখায় বদলি করা হলেও বদলিকৃত কর্মস্থলে যোগদান না করে তিনি আদেশ অমান্য করেছেন। এসব অভিযোগের প্রেক্ষিতে তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্তের জন্য নোটিশ দেওয়া হয়। এর আগে, দুই দফা কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। এরপর ব্যক্তিগত শুনানিতে অংশ নিয়ে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। সেহেতু তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪(৩)(গ) অনুযায়ী চাকরি হতে অপসারণ করা হলো।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission