• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

বাড়ছে না সময়সীমা, মঙ্গলবারই শেষ হচ্ছে বাণিজ্য মেলা 

অনলাইন ডেস্ক
  ২৯ জানুয়ারি ২০২৩, ১৮:০০
বাড়ছে, না, সময়সীমা, মঙ্গলবারই, শেষ, হচ্ছে, বাণিজ্য, মেলা,  
ফাইল ছবি

চলতি বছরের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময়সীমা বাড়ানো হবে না বলে জানিয়েছেন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান। নির্ধারিত সময় অর্থাৎ মঙ্গলবারই (৩১ জানুয়ারি) শেষ হচ্ছে এবারের বাণিজ্য মেলা।

রোববার (২৯ জানুয়ারি) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

এ এইচ এম আহসান বলেন, বাণিজ্য মেলার সময়সীমা বাড়াতে সবসময়ই আবেদন করে থাকেন ব্যবসায়ীরা। যেহেতু মেলা নির্ধারিত সময়ে শুরু হয়েছে, তাই নির্ধারিত সময়েই মেলা শেষ হবে। সঠিক সময়ে যদি কোনো ব্যবসায়ী ব্যবসা শুরু করতে না পারেন, তাহলে সেটা তার ব্যর্থতা। তাই সময় বাড়ানো হবে না।

মঙ্গলবার অনুষ্ঠিতব্য বাণিজ্য মেলায় সমাপনী অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।

গত ১ জানুয়ারি রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শন কেন্দ্রে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭তম আসরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খুলনা বিভাগীয় বইমেলা শুরু ২৬ নভেম্বর
মনোনয়ন বাণিজ্য বন্ধ ছাড়া সুষ্ঠু নির্বাচন অসম্ভব: সাবেক সিইসি রউফ
বিশ্বকাপের টিকিট পেতে হলে যে সমীকরণ মেলাতে হবে ব্রাজিলকে
সরবরাহ বাড়িয়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের চেষ্টা চলছে: বাণিজ্য উপদেষ্টা