শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবিসি) অস্বাভাবিক দরবৃদ্ধি হয়েছে বলে মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
আজ বৃহস্পতিবার ডিএসই এ তথ্য জানিয়েছে।
গতকাল বুধবার এ বিষয়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের কাছে কারণ জানতে নোটিস পাঠায়।
জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দর বাড়ছে। এর পেছনে কোনো কারণ তাদের জানা নেই।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ১২ নভেম্বর থেকে কোম্পানিটির শেয়ারদর টানা বেড়েছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ৩ হাজার ১০১ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ৩ হাজার ৫০৯ টাকা ৪০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।
অর্থাৎ এই সময়ে শেয়ারটির দর ৪৪১ টাকা ১০ পয়সা বা ১৩ শতাংশ বেড়েছে।
‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৭৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
এসআর/পিআর