• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

বাংলাদেশে সহায়তা অব্যাহত রাখার বিষয়ে যা জানাল জাপান

আরটিভি নিউজ

  ১৯ আগস্ট ২০২৪, ১৬:৪৯
সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশে সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে জাপান।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিনের সঙ্গে বৈঠকে বিষয়টি আশ্বস্ত করেছেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোর।

অর্থ উপদেষ্টা জানান, দ্বিপাক্ষিক সহযোগিতায় জাপান বেশ এগিয়ে। চলমান সব প্রকল্পে অর্থায়ন অব্যাহত থাকবে। স্থবির প্রকল্পেও অর্থ ছাড়ের বিষয়ে আলোচনা হয়েছে। জাপান বাংলাদেশে ব্যবসার পরিবেশের সংস্কার চায়। সেটি করা হবে বলেও জানান তিনি।

সভায় রাষ্ট্রদূত বর্তমান সরকারের সঙ্গে কাজ করতে তাদের আগ্রহ তুলে ধরেন। এ সময় বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তির বিষয় উঠে আসে। ব্যবসার পরিবেশ সংস্কারের পরামর্শ দিয়েছেন রাষ্ট্রদূত।

অর্থ উপদেষ্টা জানান, জাপান দ্বিপাক্ষিক সহযোগী দেশ হিসেবে সর্ববৃহত দেশ। চলমান সব প্রকল্প চলবে। স্থবির থাকা প্রকল্পের অর্থ ছাড়ের বিষয়ে আলোচনা হয়েছে। ওরা চাচ্ছে ব্যবসার পরিবেশ সংস্কার। সেটা করা হবে বলে তাদের বলেছি। আগামীতে আরও কিছু দ্বিপাক্ষিক চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। এখন বাংলাদেশের স্ট্যাবিলিটি ফিরে এসেছে তাদের বলেছি। এই সরকারের বিষয়ে সন্তুষ্টি জানিয়েছে প্রয়োজন শিক্ষা এ স্বাস্থ্যের বিষয়ে সহায়তা করতে প্রস্তাব দিয়েছি।

মন্তব্য করুন

Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাচার হওয়া অর্থ ফেরাতে বৈঠকে আলোচনা হয়েছে: অর্থ উপদেষ্টা
সরকারি অর্থের অপচয় কমাতে হবে: অর্থ উপদেষ্টা
বন্যার্তদের সহায়তায় বাংলাদেশকে আরও ১০ লাখ ডলার দেবে জাপান
ট্যাক্স অফিসারের চেহারা না দেখলে স্বাচ্ছন্দ্যবোধ করেন করদাতা: অর্থ উপদেষ্টা