• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

বগুড়ায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবি পরিশোধ

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২৪, ১৮:২১
ছবি : আরটিভি

বগুড়ায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের বীমা দাবি পরিশোধ, পুরস্কার বিতরণী ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) বগুড়া মম ইন ইকো পার্কে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (এমডি) মো. কাজীম উদ্দিন।

কোম্পানির বগুড়া এরিয়ার এরিয়া প্রধান ও ভিপি মিজানুর রহমান সিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত বীমা দাবি পরিশোধ, পুরস্কার বিতরণী ও উন্নয়ন সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক (এ এম ডি ) মো. আবুল কাসেম, রাজশাহী জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এস ভিপি) আমিনুল ইসলাম, দিনাজপুর জোনের এসি ভিপি খুরশিদ আলম, তাকাফুল ঢাকা এর ভিপি জি এম হেলাল, জনবীমার বগুড়া ও রাজশাহী অঞ্চলের এভিপি আবদুল্লাহ্ আল সাকিল ।

অনুষ্ঠানে গ্ৰাহকদের ১ কোটি ৫ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করা হয়। একইসঙ্গে শ্রেষ্ঠ কর্মকর্তা ও কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

এর আগে প্রধান অতিথি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স লিমিটেড কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজীম উদ্দিন বলেন, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স লিমিটেড কোম্পানি ২০২৪ সালে ২ লাখ ৫০ হাজার গ্ৰাহককে ১২ শত কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে। মেয়াদ পূর্ণ হলে আমরা গ্ৰাহকের হাতে বীমা দাবির টাকা পরিশোধ করি বলেই মানুষের আস্থার জায়গায় পৌঁছেছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স।

গ্ৰাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত এবং কর্মীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার মধ্য দিয়েই আমরা সফলতা লাভ করেছি।

অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের বৃহত্তর বগুড়া, বৃহত্তর রাজশাহী, বৃহত্তর রংপুর ও দিনাজপুর অঞ্চলের কর্মকর্তা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বগুড়ায় বিদেশি পিস্তলসহ কৃষকলীগ নেতা গ্রেপ্তার
হত্যার পর ফ্রিজে মায়ের মরদেহ, জামিন পেলেন না ছেলে সাদ
দ্বিতীয় বার সাফা গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করলো ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স
বগুড়া কারাগারে আ.লীগ নেতার মৃত্যু