ঢাকায় এসকিমির নতুন অফিস উদ্বোধন

আরটিভি নিউজ

বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ০১:৩৬ পিএম


ঢাকায় এসকিমির নতুন অফিস উদ্বোধন

রাজধানীতে নতুন অফিস উদ্বোধন করেছে ফুল-স্ট্যাক অ্যাডটেক সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান এসকিমি। বুধবার (৪ ডিসেম্বর) চালু করা নতুন অফিসটি বাংলাদেশে এসকিমির দ্রুত সম্প্রসারণ, ক্রমবর্ধমান বাজারের চাহিদা পূরণ এবং স্থানীয় কমিউনিটি গঠনে সহায়তা করবে বলে প্রতিষ্ঠানটি আশা করছে।

বিজ্ঞাপন

ঢাকায় ২০১৭ সালে ছোট একটি অফিসে মাত্র তিনজন কর্মী নিয়ে যাত্রা শুরু করেছিল এসকিমি। বর্তমানে প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা ৪০ জন। একাউন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে আইটি বিভাগ পর্যন্ত তারা অপারেশন পরিচালনা করছেন।

এসকেমির নতুন এই পদক্ষেপকে ‌‘কোম্পানির অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক’ বলে উল্লেখ করেছেন প্রতিষ্ঠানের সিইও ভিটাস পকস্টিস। তিনি  বলেন, টিমের সদস্য ও কমিউনিটির সবার সংযুক্ত থাকা ও সহযোগিতা বৃদ্ধি জন্য আমরা এই আধুনিক ওপেন স্পেস তৈরি করেছি।  নতুন অফিসটি আমাদের কর্মী, ক্লায়েন্ট ও অংশীদারদের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বাংলাদেশসহ ৪০টির বেশি দেশে অ্যাডটেক মার্কেটে নিজেদের কার্যক্রম পরিচালনা করছে এসকিমি। প্রতিষ্ঠানটি বৈশ্বিক ডিজিটাল বিজ্ঞাপন প্রবণতা, যেমন অ্যাটেনশন ইকোনমি, নতুন ক্রিয়েটিভ ফরম্যাট, এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করার পরিকল্পনা করেছে।

এসকিমি একটি গ্লোবাল, পূর্ণাঙ্গ ক্রিয়েটিভ এবং মিডিয়া টেক প্ল্যাটফর্ম যা উদ্ভাবনী, ডেটা-নির্ভর, এবং  ডিজিটাল বিজ্ঞাপন সমাধান প্রদান করে থাকে। 

আরটিভি/ ডিসিএনই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission