ভারত ও মিয়ানমার থেকে ৮৯৮ কোটি টাকার চাল কিনবে সরকার

আরটিভি নিউজ

বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ০৪:৪৪ পিএম


চাল
ছবি: সংগৃহীত

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভারত ও মিয়ানমার থেকে এক লাখ ৫০ হাজার টন সিদ্ধ ও আতপ চাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে এক লাখ টন আতপ চাল ও ৫০ হাজার টন সিদ্ধ চাল। এতে মোট ব্যয় হবে ৮৯৮ কোটি ৬২ লাখ টাকা।

বিজ্ঞাপন

বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, মিয়ানমারের মায়ানমার রাইস ফেডারেশন থেকে এক লাখ টন আতপ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের আওতায় খাদ্য অধিদপ্তরের জন্য এ আতপ চাল কেনা হবে। এতে ব্যয় হবে ৬১৮ কোটি টাকা। প্রতি টন চালের দাম পড়বে ৫১৫ মার্কিন ডলার।

বিজ্ঞাপন

অন্যদিকে ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০ হাজার টন নন বাসমতি সিদ্ধ চাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। খাদ্য মন্ত্রণালয়ের আওতায় খাদ্য অধিদপ্তর ভারতের পশ্চিমবঙ্গের মন্ডল স্টোন প্রোডাক্ট প্রা. লিমিটেডের কাছ থেকে এ চাল কেনা হবে। এতে ব্যয় হবে ২৮০ কোটি ৬২ লাখ টাকা। প্রতি টন চালের দাম পড়বে ৪৬৭ দশমিক ৭০ মার্কিন ডলার। এতে মোট ব্যয় হবে ২৮০ কোটি ৬২ লাখ টাকা।

আরটিভি/এফএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission