দুই দেশ থেকে আসবে ১৩৬৬ কোটি টাকার এলএনজি

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ , ০৩:১৫ পিএম


দুই দেশ থেকে আসবে ১৩৬৬ কোটি টাকার এলএনজি
ফাইল ছবি

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সিঙ্গাপুর ও যুক্তরাজ্য থেকে ১ হাজার ৩৬৬ কোটি টাকার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ মর্চ) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে সিঙ্গাপুরের গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে এক কার্গো এলএনজি আমদানি করা হবে। এতে ব্যয় হবে ৬৭৫ কোটি ২৮ লাখ ৫৮ হাজার ১১২ টাকা।

বিজ্ঞাপন

এ ছাড়া একই নিয়মে যুক্তরাজ্যের মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে আরও এক কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৬৯১ কোটি ৫৯ লাখ ২৪ হাজার ২৮৮ টাকা।

এই দুই প্রতিষ্ঠান থেকে ‍দুই কার্গো এলএনজি কিনতে মোট ব্যয় হবে ১ হাজার ৩৬৬ কোটি ৮৭ লাখ ৮২ হাজার ৪০০ টাকা।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আরটিভি/আরএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission