ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

আইএস থেকে মসুল পুনর্দখলে অভিযান

আরটিভি অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ অক্টোবর ২০১৬ , ০৯:০২ পিএম


loading/img

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে ইরাকের মসুল শহর পুনর্দখল নিতে সামরিক অভিযান শুরু হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি এমনটি জানিয়েছেন।

বিজ্ঞাপন

অভিযানের আগে বিমান থেকে প্রচারণামূলক লিফলেট ফেলে ইরাকি সেনারা। অভিযানে অংশ নিচ্ছে কুর্দি যোদ্ধা, ইরাকি বাহিনী ও তাদের মিত্রবাহিনী। এছাড়া এ অভিযানে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট।

এদিকে, সামরিক অভিযানে সেখানকার লাখো বেসামরিক নাগরিকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ।

বিজ্ঞাপন

ইরাকে আইএসের সবশেষ বড় শক্ত ঘাঁটি মসুল। ২০১৪ সালের জুন থেকে আইএসের দখলে আছে শহরটি।

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |