‘স্বপ্ন’ এখন বগুড়ায়

বিজ্ঞপ্তি

শুক্রবার, ২১ আগস্ট ২০২০ , ০৬:২৭ পিএম


Image of the opening.
উদ্বোধনের চিত্র।

দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র নতুন আউটলেটের যাত্রা শুরু হলো বগুড়ায়। নতুন আউটলেটটি শহরের মালতিনগর এলাকায় ডিসি বাংলামোড় সংলগ্ন বগুড়া কনভেনশন হলে অবস্থিত।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে নতুন এই আউটলেটের উদ্বোধন করেন স্বপ্ন’র অপারেশনস ডিরেক্টর আবু নাসের। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এমিকাস গ্রুপের চেয়ারম্যান খন্দকার এম আজাদ। 

স্বপ্ন ২০০৮ সালে তার ব্যবসায়িক কার্যক্রমের যাত্রা শুরু করে। ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে স্বপ্নের এখন ফ্র্যাঞ্চাইজিসহ ১৪০টি আউটলেট রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি মাছ, শাক-সবজী, ফলসহ নিত্যপ্রয়োজনীয় আরও অনেক পণ্য সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করছে। উত্তরবঙ্গের বগুড়াসহ বেশ কয়েকটি জায়গায় কৃষকদের কাছ থেকে সরাসরি সবজী ও মাছ সংগ্রহ করে স্বপ্ন। পণ্যের গুণগত মান, দাম এবং সর্বোত্তম সেবার জন্য স্বপ্ন’র চাহিদা ও জনপ্রিয়তা প্রতিনিয়ত ক্রেতাদের মাঝে বেড়েই চলেছে। গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ হোম ডেলিভারি সেবা।

বিজ্ঞাপন

জিএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission