ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড

আরটিভি নিউজ

শুক্রবার, ০৬ জুন ২০২৫ , ০৪:৪৪ এএম


loading/img
পদ্মা সেতু টোল প্লাজা ও যমুনা সেতু টোল প্লাজা। ছবি: সংগৃহীত

দেশের বৃহত্তম দুই সেতু দিয়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক যানবাহন পারাপার ও সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড তৈরি হয়েছে। পদ্মা সেতু ও যমুনা সেতু মিলিয়ে গাড়ি পারাপার লাখ ছাড়ানোর পাশাপশি আদায় হয়েছে প্রায় ১০ কোটি টাকার টোল। যা দুই সেতুর ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ জুন) রাত ১টায় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৫ জুন) পদ্মা সেতু দিয়ে সর্বোচ্চ ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে পাঁচ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকা টোল আদায় হয়েছে। একই দিনে দেশের দ্বিতীয় বৃহত্তম যমুনা সেতু দিয়ে সর্বোচ্চ ৬৪ হাজার ২৮৩টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে সর্বোচ্চ চার কোটি ১৮ লাখ ১৪ হাজার ৮৫০ টাকা। 

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, ২০২২ সালের ২৬ জুন পদ্মা সেতুর উদ্বোধনী দিনে সর্বোচ্চ ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয় এবং ২০২৪ সালের ৯ এপ্রিল সর্বোচ্চ টোল আদায় হয়েছিল চার কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা। 

অন্যদিকে, ২০২৩ সালের ২৭ জুন যমুনা সেতু ব্যবহার করে ৫৫ হাজার ৬২১টি যানবাহন পারাপার হয়েছে এবং ২০২৪ সালের ১৪ জুন তিন কোটি ৮৩ লাখ ৪৬ হাজার ২০০ টাকা টোল আদায় হয়। 

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |