বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের সময়ে রাজস্ব খাতসহ অর্থনীতি কাঠামো পরিবর্তন করতে না পারলে দীর্ঘ মেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মিশন প্রধান ক্রিস পাপাজর্জিও।
এদিকে, বেশ কিছুদিন ধরে অন্তর্বর্তী সরকারের রাজস্ব খাত সংস্কারে বাধা দিয়ে আসছে রাজস্ব খাতের কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ। তারা নিজেদের কর্মে যোগ না দিয়ে অনন্যাদেরও কাজে যোগ দিতে বাধা দিয়ে আসছে। একই সঙ্গে তারা সরকারের সঙ্গে আলোচনায় না বলে এনবিআর এর চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে বিভিন্ন কর্মসূচি নিয়ে সড়কে নেমে আসছে।
তবে এসব কর্মসূচিতে এতদিন বাধা না দিলেও বর্তমানে কঠোর হুঁশিয়ারি দিয়েছে প্রধান উপদেষ্টার দফতর।
বিস্তারিত আসছে...