ঢাকামঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

করোনা ভ্যাকসিন পেতে বিদেশগামী সাড়ে ১০ হাজার শিক্ষার্থীর আবেদন

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১ , ০৯:৩৫ পিএম


loading/img
ফাইল ছবি

বিদেশে পড়াশুনার জন্য যেতে ইচ্ছুক সাড়ে ১০ হাজার ছাত্র-ছাত্রী করোনা ভ্যাকসিনের জন্য আবেদন করেছেন। গত মঙ্গলবার (১৩ জুলাই) এই সংক্রান্ত একটি সার্কুলার প্রকাশের পর আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকাল ৩টা পর্যন্ত এসব ছাত্র-ছাত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। এরমধ্যে চীনে যেতে ইচ্ছুক ৪ হাজার ৩শ’, কানাডায় ১ হাজার ৪শ’, যুক্তরাজ্য ও ভারতে প্রায় ৮শ’ এবং যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক ৪শ’ জন টিকার আবেদন করেন।

বিজ্ঞাপন

এরইমধ্যে ৪ হাজার ২৫০ জনের আবেদন যাচাই-বাছাই শেষে টিকার নিবন্ধনের জন্য আইসিটি বিভাগকে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মোট আবেদনের  মধ্যে প্রায় ৪শ’ টি আবেদন অসম্পূর্ণ। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যোগাযোগ করে তাদের আবেদনগুলোও সম্পূর্ণ করা হবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, ‘বিদেশে যারা পড়তে যাবেন, তাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘যারা  আবেদন করছেন তারা যাচাই-বাছাই করে সম্পূর্ণভাবে পূরণ করলে, আমাদেরও পরিশ্রম কম হয় এবং ছাত্র-ছাত্রীদের অনেক সুবিধা হয়।’

কেএফ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |