ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

টিএসসিতে এখন চাল-ডাল-আলু আনার আহ্বান

আরটিভি নিউজ

শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪ , ০৩:৪৮ পিএম


loading/img

বন্যাদুর্গতদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিক্ষার্থীদের উদ্যোগে টানা ৯ দিন ধরে চলছে গণত্রাণ সংগ্রহ।

বিজ্ঞাপন

ত্রাণ কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে যারা যোগ দিয়েছেন তারা বলছেন, এখন আর কাপড়ের প্রয়োজন নেই। দরকার শুকনো খাবারের পাশাপাশি চাল, ডাল ও আলুসহ রান্নার সামগ্রী।

এর আগে, গণত্রাণ কর্মসূচির অষ্টম দিনে নগদ অর্থসহ ত্রাণ সামগ্রী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ভিড় করেন সাধারণ মানুষ। উদ্দেশ্য সবাই একসঙ্গে চলমান দুর্যোগ মোকাবিলার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ব্যক্তি উদ্যোগের পাশাপাশি ত্রাণ নিয়ে হাজির হন বিদেশিরাও।
 
ত্রাণ সংগ্রহ করা শিক্ষার্থীরা বলছেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ সংগ্রহ চলবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |