নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচির বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

ববি প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:৩৪ এএম


নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচির বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল 
ছবি : আরটিভি

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গৃহীত কর্মসূচির বিরুদ্ধে অবস্থান নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল। গত ২৯ জানুয়ারিতে কেন্দ্রীয় ছাত্রলীগের একটি বিজ্ঞাপ্তির মাধ্যমে ৯ দিনের কর্মসূচি জানায়।

বিজ্ঞাপন

তার বিপরীতে অবস্থান করে শুক্রবার (৩১ জানুয়ারি) বিক্ষোভ মিছিল করেছেন ববি শাখা ছাত্রদলের কর্মীরা।

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্মী আজমাইন সাকিব বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেশকে অস্থিতিশীল বানানোর জন্য তাদের চক্রান্ত অব্যাহত রয়েছে। কিন্তু আমরা তা হতে দিতে পারি না। আমরা দেখেছি ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী সময়ে ছাত্রলীগের নামমাত্র নিষিদ্ধ করলেও তাদের বিরুদ্ধে বর্তমান অন্তবর্তী সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। ফলে ফেব্রুয়ারি মাসে এ রকম কর্মসূচির মাধ্যমে তাদের ধৃষ্টতা দেখানোর সাহস পেয়েছে, যা পুরোপুরি এ সরকারের ব্যর্থতা দৃশ্যমান হয়েছে। আমরা বলে দিতে চাই, বাংলাদেশের মাটিতে কোনো সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম চালাতে যাওয়া হবে না।’ 

বিজ্ঞাপন

বরিশাল বিশ্ববিলের ছাত্রদলের কর্মী মাহমুদা ইমরান বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এখনও অপচেষ্টা চালাচ্ছে তাদের ক্ষমতা ফিরে পেতে। এমন হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে তাদের মোকাবিলা করা হবে। বরিশাল বিশ্ববিদ্যালয় কোনো সন্ত্রাসী সংগঠনকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না।’

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন আজমাইন সাকিব, মাহমুদ ইমরান, মো. আব্দুল্লাহ নূর কাফি, জিয়াদুর রহমান, এ আরাফাত, আবুবকর রিফাত, ওসমান সাকিব, তুহিন মো. রিফাত মাহমুদ, মো. সাজ্জাদ হোসেন, মো. জাফর আলী মো. মিরাজ, আলভী, মো. রবিউল, ওসমান সাকিব, মো. সাকিব মিয়া, সায়মন, তাহমিদ হক মামুন, রতন প্রমুখ।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission