ঢাকা

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আজ

শনিবার, ১২ এপ্রিল ২০২৫ , ০৯:২২ এএম


কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আজ
ফাইল ছবি

কৃষিবিজ্ঞান বিষয়ে গুচ্ছভুক্ত দেশের মোট ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ। 

বিজ্ঞাপন

শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় দেশের ৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।

চলতি বছরের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩ হাজার ৮৬৩টি আসনের বিপরীতে ৯৪ হাজার ৩৬টি আবেদন জমা পড়েছে। গড়ে প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করবে ২৫ জন শিক্ষার্থী।

বিজ্ঞাপন

এদিকে পরীক্ষার কেন্দ্র নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। কৃষি গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ সতর্কবার্তা দেয় কর্তৃপক্ষ।

এতে বলা হয়, কৃষি গুচ্ছের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে এবং এক কেন্দ্রের পরীক্ষার্থী অন্য কেন্দ্রে উপস্থিত হলে তার পরীক্ষা কোনোভাবেই গ্রহণ করা হবে না।

দেশের ৯টি পরীক্ষাকেন্দ্র হলো, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |