ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল

আরটিভি নিউজ

সোমবার, ০২ জুন ২০২৫ , ০৭:০৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল ঈদের পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।

বিজ্ঞাপন

সোমবার (২ জুন) তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ঈদুল আজহার ছুটির কারণে প্রশাসনিক কার্যক্রম স্থগিত রয়েছে। এ ছাড়া সাড়ে ৫ লাখেরও বেশি পরীক্ষার্থীর তথ্য যাচাই ও মূল্যায়ন করতে সময় প্রয়োজন।

বিজ্ঞাপন

উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল ঈদের পরে প্রকাশ করা হবে। কারণ, রোববার থেকে বিশ্ববিদ্যালয় ছুটি হয়ে গেছে। এ ছাড়া পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। সবকিছু বিবেচনায় নিয়েই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে শনিবার (৩১ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ৬৪টি জেলার ৮৭৯টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ৫ লাখ ৪৮ হাজারের বেশি পরীক্ষার্থী। আট বছর পর এবার আবারও ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা করছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |