ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

জবি ছাত্রীকে হেনস্থার অভিযোগে রিকশাচালক আটক

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ , ১০:৫২ পিএম


loading/img
ছবি: আরটিভি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে শারীরিকভাবে হেনস্থার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত এক রিকশাচালককে আটক করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে তাকে প্রক্টর অফিসে নেওয়া হলে অভিযুক্ত ওই রিকশাচালককে পুলিশে সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভিক্টোরিয়া পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি ব্যবস্থা গ্রহণের জন্য একটি আবেদনও দেন ভুক্তভোগী শিক্ষার্থী। আবেদনে শিক্ষার্থী বলেন, আমি ফার্মেসী থেকে ফেরার পথে ভিক্টোরিয়া পার্কের পাশে এক রিকশাচালক আমাকে শারীরিকভাবে হেনস্থা করে। পরবর্তীতে আমার সহপাঠীরা তাকে প্রক্টর অফিসে নিয়ে আসে।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, শিক্ষার্থীরা ওই রিকশাচালককে প্রক্টর অফিসে নিয়ে এসেছিল। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |