ঢাকাMonday, 12 May 2025, 29 Boishakh 1432

‘আনন্দ শোভাযাত্রার আয়োজকদের ভয়ভীতি দেখানো হচ্ছে’

আরটিভি নিউজ

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ০৩:৫৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বর্ষবরণ উৎসব ‘আনন্দ ‌‌শোভাযাত্রা’ আয়োজনে জড়িতদের বেশ কয়েকজনকে ভিনদেশি ফোন নম্বর থেকে কল করে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে জানিয়েছেন শোভাযাত্রা উদযাপন কমিটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন আজহারুল ইসলাম।

বিজ্ঞাপন

বুধবার (১৬ এপ্রিল) চারুকলা অনুষদ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ১৪৩২ ইতোমধ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে আগের দিন নস্যাৎ প্রচেষ্টার লক্ষ্য নিয়ে দুষ্কৃতকারীদের হামলায় চারুকলা নির্মিত দুটি মোটিভ পুড়িয়ে দেওয়া হয়েছে। এরপরও শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় তা মেরামত এবং পুনর্নির্মাণ করার মাধ্যমে আনন্দ শোভাযাত্রা পুরোপুরি বাস্তবায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

ডিন আজহারুল ইসলাম বলেন, অত্যন্ত দুঃখ, হতাশা, ক্ষোভ এবং বেদনাক্রান্ত হয়ে জানাচ্ছি যে, ওই একই দুষ্কৃতকারীদের হামলায় আজ ১৬ এপ্রিল ভোরে চারুকলা অনুষদের বিশিষ্ট অ্যালামনাই চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তিনি অন্যান্য শিল্পীদের সঙ্গে নিয়ে মোটিফ নির্মাণে শিক্ষার্থীদের সহযোগিতা করেছেন। এমতাবস্থায়, ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ১৪৩২ কমিটি’ এবং চারুকলা অনুষদের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি অতি দ্রুত অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার জন্য জোর দাবি করছি।

এ ছাড়াও সামাজিকযোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের বিরুদ্ধে নানা ধরনের কটূক্তি প্রচার অব্যাহতভাবে চলছে বলেও জানান চারুকলা অনুষদের ডিন।

বিজ্ঞপ্তিতে চারুকলা অনুষদের অ্যালামনাই চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, গত কয়েকদিন ধরে শোভাযাত্রা কার্যক্রমে যুক্ত বেশ কয়েকজনকে ভিনদেশি ফোন নম্বর থেকে কল করে ভয়ভীতি দেখানো হচ্ছে। এ ছাড়া সামাজিকযোগাযোগ মাধ্যমেও নানা ধরনের কটূক্তি প্রচার অব্যাহতভাবে চলছে।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |