ঢাকা

শার্ট-ক্যাপ পরিয়ে বান্ধবীকে নিয়ে হলে রাতযাপন রাবি ছাত্রের

আরটিভি নিউজ 

শনিবার, ২১ জুন ২০২৫ , ১২:৩৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলে বান্ধবীকে এনে রাত্রিযাপন করেছেন এক শিক্ষার্থী। ঘটনাটি ঘটে গত ৪ জুন রাতে। অভিযুক্ত শিক্ষার্থী মো. নাজমুল ইসলাম, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ২০২২-২৩ সেশনের ছাত্র। তার বাড়ি মাদারীপুরে। ওই নারী শিক্ষার্থী একই বিভাগের ও বর্ষের ছাত্রী।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানান, ঘটনার দিন রাতের শেষভাগে তারা হল থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় তারা দেখতে পান, এক ছাত্র একটি মেয়েকে সাইকেলে করে হলের গেট দিয়ে বের হচ্ছেন। মেয়েটির পরনে ছিল স্কুলশার্ট, মাথায় ক্যাপ। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা সাইকেলটি অনুসরণ করার চেষ্টা করেন, কিন্তু ধরতে পারেননি।

আরও পড়ুন

নাজমুল বিষয়টি স্বীকার করে বলেন, গত ৩ জুন ছিল আমার জন্মদিন। কেক কাটতে কাটতে রাত হয়ে যায়। ওই রাতে বান্ধবী মেসে ফিরতে না পারায় সে আমাকে অনুরোধ করে হলে থাকার জন্য। পরে আমি ওকে রাতে হলে নিয়ে আসি। মূলত আমি ওকে শেল্টার দেওয়ার জন্য রাখি। পরে সকালে চলে যায়। 

তিনি আরও বলেন, ঘটনার পর প্রভোস্ট স্যারের কাছে বিষয়টি খুলে বলি। তিনি আমাকে হল থেকে বহিষ্কার করেন এবং জানান বিষয়টি আর জানাজানি হবে না।

বিজ্ঞাপন

এ বিষয়ে হলের প্রভোস্ট ড. মো. মোতাহার হোসেন বলেন, ঘটনাটি সত্যি। ইতোমধ্যে ওই শিক্ষার্থীর সিট বাতিলের সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটিতে বিষয়টি তোলা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত তারাই নেবেন।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, এটি অত্যন্ত গর্হিত ও শৃঙ্খলাবিরোধী কাজ। তদন্তে যদি প্রমাণিত হয়, তাহলে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |