ঢাকাশুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

আছিয়ার মতো কোনো শিশু যেন হারিয়ে না যায়: ঢাবি ভিসি

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ , ১১:৪৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, আছিয়ার মৃত্যু আমাদের নাড়িয়ে দিয়েছে। দ্রুত সময়ে এই ভয়াবহ হত্যার বিচার হবে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। শিশুটির জন্য পুরো জাতি দোয়া করছে। তার মৃত্যু এই ক্রান্তিকালে জাতিকে ঐক্যবদ্ধ করেছে, যা এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন। আর কোনো শিশু যেন হারিয়ে না যায়। আমাদের বিচারব্যবস্থা ও আইন-শৃঙ্খলা ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত হোক। আছিয়ার মতো আর কোনো মেয়ের যেন এমন পরিণতি না হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত পৌনে আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে ধর্ষণবিরোধী মঞ্চের ব্যানারে আছিয়ার গায়েবানা জানাজায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।  

আছিয়ার গায়েবানা জানাজার নামাজ পড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেকুল ইসলাম। পরে শিক্ষার্থীরা একটি প্রতীকী কফিন মিছিল বের করেন। মিছিলটি রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।  

বিজ্ঞাপন

ওই সমাবেশে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা বলেন, আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আছিয়ার হত্যার ন্যায়বিচার আমরা প্রতিষ্ঠা করবো। শিশু আছিয়ার ধর্ষণ ও হত্যার বিচার মৃত্যুদণ্ড ছাড়া আর কিছু হতে পারে না। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং তাদের সহযোগীদের আইন অনুযায়ী কঠোরতম শাস্তি নিশ্চিত করতে হবে। আগামীর বাংলাদেশে ধর্ষণকে কেবল শারীরিক শ্লীলতাহানি হিসেবে নয়, হত্যার সমপরিমাণ নিকৃষ্ট অপরাধ হিসেবে বিবেচনা করতে হবে।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |