ঢাকাবুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

চসিক নির্বাচনের লেমিনেটেড পোষ্টার নিষিদ্ধ, নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০ , ০৬:২২ পিএম


loading/img

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে (চসিক) প্রার্থীদের আচরণ বিধি সংক্রান্ত কোনও বিষয়ে ব্যত্যয় হচ্ছে কি না সেগুলো দেখতে আজ থেকে ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আরটিভি অনলাইনকে দেওয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, চসিক নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচারের জন্য লেমিনেটেড পোস্টার ব্যবহার করতে দেওয়া হবে না। তারপরও যদি কোনও প্রার্থী আদেশ লঙ্ঘন করে প্রচারে লেমিনেটেড পোস্টার ব্যবহার করেন, তাহলে আচরণবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এ পর্যন্ত মেয়র পদে ৮ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৫ জন ও কাউন্সিলর পদে ৩১১ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।

এজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |