শোবিজকে বিদায় জানিয়ে ইসলামের ছায়াতলে লুবাবা

বিনোদন ডেস্ক, আরটিভি

বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ , ১২:৫৩ পিএম


শোবিজকে বিদায়ই জানিয়ে ইসলামের ছায়াতলে লুবাবা
ছবি: কোলাজ

সোশ্যাল মিডিয়ার নিউজফিডে প্রায়ই ভেসে আসে প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবার ভিডিও। যেখানে তাকে নানা সময় নানা ধরনের মন্তব্য করতে দেখা যায়। যা তার বয়সের তুলনায় পরিপক্ক। নেটিজেনরাও তাই তাকে ডাকে ‘পাকনা লুবাবা’ নামে। 

বিজ্ঞাপন

এদিকে, শোবিজের চাকচিক্য ছেড়ে ধর্মের ছায়াতলে ফেরাটা তারকাদের ক্ষেত্রে নতুন কিছু না। এখন পর্যন্ত দেশ-বিদেশের বহু তারকারা এমনটি করেছে। বাংলাদেশের শোবিজাঙ্গনেও রয়েছেন এমন অনেকে। এবার আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবার দেখা মিলল এমনই বদলে যাওয়া এক রূপে।

471278038_1119530893505708_8952548861483861020_n

বিজ্ঞাপন

অনেকদিন ধরেই নিজেকে ইসলামের ছায়াতলে এনেছে লুবাবা। তবে নিয়মিত রয়েছে ভ্লগিংয়ে। অর্থাৎ সামাজিকমাধ্যমে ফুড ভ্লগিং, ট্যুর ভ্লগিং করছে নিয়মিত; এ ছাড়াও ইসলামিক ফ্যাশন ইনফ্লুয়েনসার হিসেবেও নেটিজেনদের কাছে প্রিয়মুখ হয়ে উঠছে সে।

484993440_1187614390030691_2302085368244503311_n

বলা বাহুল্য, তাকে নিয়ে এখন অনেকেই প্রশংসায় মাতছেন; ফলে বিভিন্ন সাক্ষাৎকারে এই পরিবর্তন নিয়ে মুখোমুখিও হচ্ছে লুবাবা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগীদেরকে ইসলামের ছায়াতলে আসা এই শিশুশিল্পী শোনাল পরকালের কথা।

বিজ্ঞাপন

479003110_1156802676445196_5968034836726908740_n

এ সময় লুবাবা সর্বদা ইসলামের পথকে অনুসরণ করার আহ্বান জানান। লুবাবাকে বলতে শোনায়, আশপাশের মডার্নদের মতো ফলো করতে গেলে যেটা হয়, আমাদের আসল যে লক্ষ্য- পরকাল, সেটা আমরা ভুলে যাই। যেমন আমরা মিডিয়াতে কাজ করি। কাজ করা যায়, কিন্তু কাজের যে ইসলামিক ওয়েটা বা উদ্দেশ্যটা আছে, সেটা অনুসরণ করা বেটার। আর ইসলামের পথ বেছে নেওয়াটা আমার জীবনের একটা বেস্ট ডিসিশন।

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission