বিয়ের আগেই যমজ সন্তানের বাবা করণ

রোববার, ০৫ মার্চ ২০১৭ , ০২:৪৫ পিএম


বিয়ের আগেই যমজ সন্তানের বাবা করণ

বলিউডের বিখ্যাত পরিচালক তিনি। বয়স ৪৪ অথচ বিয়ের করার খবর নেই তার। আর এই তিনিটা হলেন বলিউডের অন্যতম 'এলিজিবল ব্যাচেলর' করণ জোহর।

বিজ্ঞাপন

সেই করণই এবার বিয়ে না করে যমজ সন্তানের বাবা হলেন! এক মেয়ে ও এক ছেলের জন্ম হয় আন্ধেরির মসরানি হাসপাতালে। তাদের নাম রেখেছেন নিজের বাবা ও মায়ের নামের সঙ্গে মিলিয়ে। করণ তার ছেলে-মেয়ের নাম রেখেছেন যশ ও রুহি।

তার মায়ের নাম হিরু জোহর। সেই শব্দের অক্ষরগুলিই এদিক ওদিক করে মেয়ের নাম রেখেছেন রুহি।

বিজ্ঞাপন

দিন কয়েক আগেই নিজের জীবনকথা বই হিসেবে প্রকাশ পায়। নাম 'অ্যান আনসুটেবল বয়'। সেই বই প্রকাশ অনুষ্ঠানেই বলেছিলেন, তিনি বাবা হতে চান।

সেই সাধই পুরণ হলো চলতি মাসের ৩ তারিখে। 'সারোগেসি'-র মাধ্যমে করণ জোহর এখন যমজ সন্তানের পিতা।

আর বাবা হবার খবরটি পরিচালক নিজেই টুইট করে জানিয়েছেন।

বিজ্ঞাপন

 

এইচএম/এফএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission