গুজবে কান দেবেন না : সালমান

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ১৩ মার্চ ২০১৭ , ০২:৩৮ পিএম


গুজবে কান দেবেন না : সালমান

সুপারস্টার সালমান খান বলেছেন বলিউডের আরেক জনপ্রিয় তারকা অক্ষর কুমারের সঙ্গে কাজ করবেন তিনি। এ নিয়ে জলঘোলা না করতে সবাইকে অনুরোধ করেন সালমান।     

বিজ্ঞাপন

রোববার রাতে 'দাবাং' অভিনেতা টুইটারে লেখেন, 'গুজবে কান দেবেন না। আমাকে অনুসরণ করুন। একবার যখন কথা দিয়েছি..................অক্ষয়ের সঙ্গেই কাজ করবো'।  

গেলো বছর সালমান ঘোষণা দিয়েছিলেন অক্ষয়ের সঙ্গে নতুন একটি সিনেমা করবেন। প্রখ্যাত নির্মাতা করণ জোহরের প্রযোজনায় তৈরি হবে এটি।

বিজ্ঞাপন

সালমান বলেছিলেন, তার সহ-প্রযোজনায় অক্ষয়ই হবে অন্যতম নায়ক। সিনেমাটি ২০১৮ সালে মুক্তি দেয়া হবে।       

নাম ঠিক না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন 'জাত অ্যান্ড জুলিয়েট' খ্যাত নির্মাতা অনুরাগ সিং।

এদিকে বিয়িং স্মার্ট নামে নতুন কোম্পানি নথিভুক্ত করেছেন সালমান। তার এ কোম্পানির অধীনে স্মার্ট ফোন আসছে ভারতের বাজারে। সব ঠিক থাকলে এ বছরেই আসতে পারে এই স্মার্টফোন। জানা গেছে, প্রথমে অনলাইনে বিক্রি হলেও, নির্দিষ্ট কিছু ফোনের দোকানেও পাওয়া যাবে 'বিয়িং স্মার্ট' ফোন।

বিজ্ঞাপন

টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে

 

এইচএম/এফএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission