৩১ বছরে প্রথমবার বিদেশে 'অবসকিওর'

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ১৮ মার্চ ২০১৭ , ০৩:০৪ পিএম


৩১ বছরে প্রথমবার বিদেশে 'অবসকিওর'

দেশের জনপ্রিয় ব্যান্ড অবসকিওর। শুরুটা ১৯৮৫ সাল, খুলনায়। এরপর পাড়ি দিয়েছে ৩১টি বছর। বহু কনসার্ট মাত করা এ ব্যান্ডটি কখনো ভিনদেশে গান গায়নি!

বিজ্ঞাপন

তবে আশ্চর্যজাগানিয়া এ ধারাবাহিকতার এবার যেন সমাপ্তি হচ্ছে। প্রথমবারের মতো বিদেশের মাটিতে গাইতে অস্ট্রেলিয়া যাচ্ছে ব্যান্ডটি। জানালেন দলটির প্রধান ও গায়ক সাইদ হাসান টিপু।

মার্চের শেষ দিন থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশটির বিভিন্ন শহরে গাইবেন তারা।

বিজ্ঞাপন

প্রথমবার কনসার্ট গাইতে যাওয়া প্রসঙ্গে টিপু বলেন, ‌কোনো ভালো কাজ করতে চাইলে তাকে ধরে রাখতে হয়। এ পর্যন্ত বিদেশে একা শো করবার আমন্ত্রণ বহুবার এসেছে। কখনো রাজি হয়নি। কারণ ব্যান্ড ছাড়া বিদেশ যেতে চাইনি। আমি ব্যান্ডটিকেই গুরুত্ব দিয়েছি। এবার সব কিছু আমাদের চাওয়া মতো হয়েছে। তাই আমাদের এ পূর্ণতা যেমন পূরণ হবে তেমনি প্রবাসী বাঙালিদের সঙ্গে ভালো কিছু সময় কাটাতে পারব!

আসছে ৩১ মার্চ ক্যানবেরাতে হবে তাদের প্রথম কনসার্ট। এরপর ১ এপ্রিল নিউ ক্যাসেল, ২ এপ্রিল সিডনি ও ৮ এপ্রিল অ্যাডিলেড গাইবে অবসকিওর।

কনসার্টগুলোর আয়োজক বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও বঙ্গবন্ধু পরিষদ। টিপু জানালেন, এগুলো মূলত স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা। এছাড়া বৈশাখকে কেন্দ্র করে আরো কয়েকটি কনসার্টে গাওয়ার সম্ভাবনা আছে দলটির।

বিজ্ঞাপন

আসছে ২৫ মার্চ অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে অবসকিওর। ২৫ এপ্রিল দেশে ফিরবে দলটি।

দীর্ঘ পথচলায় মাঝরাতে চাঁদ, ভণ্ড বাবা, মমতায় চেয়ে থাকা, তুমি ছিলে কাল রাতে, আধার ঘেরা স্বপ্ন, সন্ধ্যা আকাশসহ অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছে অবসকিওর।  

এইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission