সালমানের জন্য প্রস্তুত হচ্ছেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১ , ০৪:৩৬ পিএম


সালমানের জন্য প্রস্তুত হচ্ছেন ক্যাটরিনা
ছবি-সংগৃহীত

ক্যারিয়ারের শুরু দিকে সুপারস্টার সালমান খানের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন বলিউডের তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এরপর সেই প্রেমে ছন্দপতন হয়। তবে কাজের ক্ষেত্রে এই জুটির প্রেমের কোনো প্রভাব পড়েনি। আবারো তাদেরকে এক ফ্রেমে দেখার অপেক্ষায় ভক্তরা।

বিজ্ঞাপন

টাইগার সিরিজের তৃতীয় ছবিতে একসঙ্গে পর্দায় হাজির হবেন সালমান ও ক্যাটরিনা। এর আগে এই সিরিজের দুটি সিনেমাতেই জুটি বেঁধে অভিনয় করেছিলেন। আগামী ৮ মার্চ থেকে 'টাইগার থ্রি'র শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন : মাধুরীর অভিষেক, নেটফ্লিক্স একাধিক প্রজেক্টের ঘোষণা

যশরাজ ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়েছে, 'টাইগার থ্রি' বলিউডের সবচেয়ে বড় চমক নিয়ে আসতে চলেছে৷ এরকম স্পাই থ্রিলার ভারতীয় সিনেমায় আগে তৈরি হয়নি বলে জানিয়েছেন সিনেমার পরিচালক মণীশ শর্মা৷

জানা যায়, 'টাইগার থ্রি' সিনেমার জন্য যুদ্ধের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন ক্যাটরিনা। কারণ পর্দায় সালমানের সঙ্গে মারাত্মক স্টান্ট করবেন নায়িকা। একজন গোয়েন্দা এজেন্টের চরিত্রে নিজের যোগ্যতা প্রমাণে কঠোর পরিশ্রম করছেন ক্যাটরিনা।

আরও পড়ুন : ভোটের ফল প্রকাশের দিন 'স্বামী-স্ত্রী' রূপে আসবেন দুই প্রতিপক্ষ!

প্রসঙ্গত, ২০১২ সালে 'এক থা টাইগার' মুক্তির পর সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমাটি রেকর্ড সাফল্য পায়। পরবর্তীতে ২০১৭ সালে মুক্তি পায় এই সিরিজের দ্বিতীয় কিস্তি 'টাইগার জিন্দা হ্যায়' ৷ বক্স অফিসে সেই সিনেমাও  আলোড়ন তোলে। আর এ সাফল্যকে সঙ্গে নিয়েই এবার শুরু হতে চলেছে 'টাইগার থ্রি'৷ 

সূত্র- পিঙ্কভিলা। 

এনএস/এম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission