সোয়াট পৌঁছলেই অভিযান (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ২৬ এপ্রিল ২০১৭ , ০৪:৫৬ পিএম


সোয়াট পৌঁছলেই অভিযান (ভিডিও)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর চককীর্তি ত্রিমোহনী এলাকার 'জঙ্গি আস্তানা'টি এখনো ঘিরে রেখেছে পুলিশ। তবে এখনো ওই জঙ্গি আস্তানায় অভিযান শুরু হয়নি। পুলিশ বলছে, সোয়াট পৌঁছলেই অভিযান শুরু হবে।    

বিজ্ঞাপন

এর আগে বুধবার ভোরে শিবনগর-চককীর্তি ত্রিমোহনি গ্রামের সাইদুর রহমান বাড়িতে জঙ্গিদের অবস্থানের খবর পেয়ে বাড়িটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। পরে পুলিশ ওই বাড়ির ভেতর প্রবেশের চেষ্টা করলে পুলিশের দিকে গুলি ছোঁড়ে জঙ্গিরা। পুলিশও এসময় পাল্টা গুলি করে। মাইকে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান করছে পুলিশ।  

বুধবার ভোরে শিবনগর-চককীর্তি ত্রিমোহনি গ্রামের সাইদুর রহমান বাড়িতে জঙ্গিদের অবস্থানের খবর পেয়ে বাড়িটি ঘিরে ফেলা হয়। 
গোমস্তাপুর সার্কেলের এএসপি মাইনুল ইসলাম বলেন, ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম ও সোয়াট সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। তারা পৌঁছলে অভিযান শুরু হবে। 

বিজ্ঞাপন

এদিকে জননিরাপত্তার স্বার্থে শিবগনগর ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। নিরাপত্তার কারণে সাংবাদিকসহ কাউকেই কাছে যেতে দিচ্ছে না পুলিশ।

এর আগে বুধবার সকালে কানসাট ইউনিয়নের আব্বাস বাজার এলাকার তিনটি বাড়ি ঘেরাও অভিযান চালায়। তবে সেখানে জঙ্গিদের কাউকে পায়নি।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) টিএম মোজাহিদুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, পুরো এলাকা ঘিরে রেখছে পুলিশ। কাউন্টার টেরোরিজম ও সোয়াট টিমকে অপারেশনসহ সব ধরনের সাপোর্ট দেয়া হবে।

বিজ্ঞাপন

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission