নাইজেরিয়ার সামরিক বহরে বোকো হারাম জিহাদিদের আত্মঘাতী হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৪০ জন।
শুক্রবার বার্তা সংস্থা এএফপি’কে বিষয়টি নিশ্চিত করেছে নিরাপত্তা সূত্রগুলো।
দেশটির একসেনা কর্মকর্তা জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টায় মাঙ্গুজুম গ্রামে বোকো হারাম সন্ত্রাসীরা বিস্ফোরক-ভর্তি একটি ভ্যান চালিয়ে সামরিক বহরের ওপর হামলা করে।
তিনি আরো জানান, এ হামলায় পাঁচ সৈন্য মারা গেছেন এবং ৪০ জন গুরুতর আহত হয়েছেন।’
আবু মুসাব আল-বারনাউই অনুসারীরা বিস্ফোরক ভর্তি ট্রাক নিয়ে হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হামলার সময় বহরটি দামবোয়ার গ্যারিসন শহরে যাচ্ছিল। এটি মাইদুগুরির রাজধানী বোর্নো থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত।
কে/সি