তারকাদের ভোট যুদ্ধ শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ০৫ মে ২০১৭ , ০৮:১৭ এএম


তারকাদের ভোট যুদ্ধ শুরু

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আজ শুক্রবার।

বিজ্ঞাপন

বিএফডিসিতে সকাল ৯ টা থেকেই প্রবীণ ও নবীন শিল্পীরা ভোট দিতে আসছেন তাদের পছন্দের প্রার্থীকে।

এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ শিল্পী সমিতির ২১ পদের জন্য একজন স্বতন্ত্রসহ তিনটি প্যানেল থেকে মোট ৫৮ জন প্রার্থী নির্বাচন করছেন। ভোটার রয়েছেন ৬২৩জন। এ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তিনটি প্যানেলে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন মিশা সওদাগর-জায়েদ খান, ওমর সানী-অমিত হাসান ও ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা।

বিজ্ঞাপন

প্রার্থী হিসেবে তারকা শিল্পীদের মধ্যে রয়েছেন রোজিনা, অঞ্জনা, নূতন, সুব্রত, অরুণা বিশ্বাস, মিশা সওদাগর, ওমর সানী, শহীদুজ্জামান সেলিম, বাপ্পারাজ, অমিত হাসান, মৌসুমী, রিয়াজ, ফেরদৌস, জায়েদ খান, পূর্ণিমা, পপি, ইমন, নিরব, সাইমনসহ অনেকেই।

প্রধান নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর, সদস্য নাজমুল হুদা মিন্টু, পীরজাদা শহিদুল হারুন এবং আপিল বোর্ডে চেয়ারম্যান হিসেবে রয়েছেন নাসিরউদ্দিন দিলু, সদস্য খোরশেদ আলম খসরু এবং শামসুল আলম।

বিজ্ঞাপন

ভোট চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। মধ্যরাতের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

 

এইচএম/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission