মা হারালেন অভিনেত্রী কৌশানী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ৩০ অক্টোবর ২০২১ , ১১:১০ এএম


মা হারালেন অভিনেত্রী কৌশানী

সল্টলেকের বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কলকাতার অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের মা। তার বয়স হয়েছিল ৫০ বছর।

বিজ্ঞাপন

শনিবার (৩০ অক্টোবর) গভীর রাতে তিনি মারা যান।

দুঃসংবাদটি নিশ্চিত করেছেন কৌশানী। কলকাতার একটি গণমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন, তার জীবনের সবচেয়ে উজ্জ্বল মানুষটি চিরতরে হারিয়ে গেছেন।  জীবনের বড় কঠিন সময় পার করেছেন তিনি।

বিজ্ঞাপন

পশ্চিমবঙ্গের গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, অনেকদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন কৌশানির মা। পরে ফুসফুসে সংক্রমণও ধরা পড়ে। পরিস্থিতির অবনতি হলে গত ২৩ অক্টোবর তাকে সল্টলেকের হাসপাতালে ভর্তি করা হয়। গত রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে ছুটে যান কৌশানী। হাজির হন কৌশানীর ‘প্রেমিক’ অভিনেতা বনি সেনগুপ্তও।  হাসপাতালে রাত থেকেই কৌশানীর পাশে ছিলেন বনি।

প্রসঙ্গত, ২০১৫ সালে ‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে কৌশানির। পশ্চিমবঙ্গের বিধানসভার আগে তৃণমূলে যোগ দেন তিনি।  মুকুল রায়ের বিপরীতে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে ঘাসফুল শিবিরের প্রার্থী হন তিনি। প্রায় ৩৫ হাজার ভোটে হেরে যান। সেই সময়ও অভিনেত্রীর পাশে ছিলেন তার মা।

এমএন/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission