শুটিংয়ে জ্ঞান হারালেন মিম

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ২৮ মে ২০১৭ , ১১:২৪ এএম


শুটিংয়ে জ্ঞান হারালেন মিম

তীব্র গরমে কলকাতায় সৃজিত মুখার্জি পরিচালিত 'ইয়েতি অভিযান' ছবির শুটিং চলছিল। শুটিংয়ের জন্য বানানো হয়েছিল হিমঘর। সবদিক থেকে পুরোপুরি বন্ধ ঘরটি। বাইরের কোনো আলো নেই, নেই বাতাস যাবার কোন ব্যবস্থা।

বিজ্ঞাপন

এরকম ঘরে প্রবেশ করে শত্রুদের ওপর হামলা চালাবেন ছবির নায়িকা বিদ্যা সিনহা মিম। আর তখনই ঘটল বিপত্তি। গুলি না করে বরং গুলির আওয়াজেই জ্ঞান হারান নায়িকা!

প্রায় পাঁচ মিনিট এমন অবস্থায় ছিলেন জানিয়েছেন মিম। নায়িকা জ্ঞান হারালে স্পটে তাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েন সবাই।

বিজ্ঞাপন

পরিচালক সৃজিত মুখার্জি অন্যদের সহযোগিতায় দ্রুত মিমকে সেটের বাইরে নিয়ে যান। পরে অল্প সময়েই স্বাভাবিক হয়ে ফের শটের জন্য প্রস্তুত হন মিম।

ইয়েতি অভিযান ছবিটি সুনীল গঙ্গোপাধ্যায়ের 'কাকাবাবু' সিরিজের 'পাহাড়চূড়ায় আতঙ্ক' উপন্যাস নিয়ে তৈরি হচ্ছে। সম্প্রতি ছবির কাজ করে ঢাকায় ফিরেছেন মিম। 

এ ব্যাপারে মিম বলেন, শুটিংয়ে গুলির শব্দ খুব বিকট হয়ে কানে লাগছিল। পাশাপাশি যে হিমঘর বানানো হয়েছিল সেটি অত্যধিক ঠাণ্ডা হবার ফলে এরকম হয়।

বিজ্ঞাপন

তবে ঘটনা যাই হোক। এতো বড় মাপের পরিচালকের ছবিতে কাজ করতে পেরে ব্যাপক আনন্দিত হালের এ নায়িকা। 

'কাকাবাবু' নাম ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ। আরো অভিনয় করছেন যীশু সেনগুপ্ত ও চিত্রনায়ক ফেরদৌস।

এইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission