বিয়ের পর যা বললেন সুশান্তের সাবেক প্রেমিকা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১ , ০৮:০৪ পিএম


বিয়ের পর যা বললেন সুশান্তের সাবেক প্রেমিকা

তিন বছরের প্রেম। অবশেষে চার হাত এক হলো। বিয়েতে পূর্ণতা পেলো তাদের প্রেম। বলছি অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈনের কথা।

বিজ্ঞাপন

গেল মঙ্গলবার (১৪ ডিসেম্বর) মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে বসেছিল অঙ্কিতা-ভিকির বিয়ের আসর, সন্ধ্যায় বিয়ের পর্ব শেষে রাতে বসে রিসেপশন পার্টি। ভিকি জৈনের হাত শক্ত করে ধরে নতুন জীবনের পথে পা বাড়ালেন প্রয়াত তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাবেক প্রেমিকা।

বিয়েতে মণীশ মালহোত্রার ডিজাইনে একদম রূপকথার রাজকন্যার মতোই সেজেছিলেন অঙ্কিতা। চিরাচরিত লাল নয়, বরং সোনালি লেহেঙ্গায় সেজেছিলেন ছোট পর্দার জনপ্রিয় এই মুখ। রিসেপশনের জন্য তিনি বেছে নিয়েছিলেন লাল বেনারসি। মালাবদল থেকে সাত পাক, বিয়ের অসাধারণ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিজেকে মিসেস জৈন বলে পরিচয় দেন অঙ্কিতা।

বিজ্ঞাপন

ইনস্টাগ্রাম পোস্টে অভিনেত্রী লেখেন, ‘ভালোবাসা হলো একটা অধ্যবসায়, কিন্তু আমদের মধ্যে সেটা নেই…সারপ্রাইজ। আজ থেকে আমরা অফিসিয়ালি মিস্টার অ্যান্ড মিসেস জৈন।’

বিয়ের পর্ব মিটতে না মিটতেই পোশাক পাল্টে রিসেপশন পার্টিতে যোগ দেন বর-কনে। কালো শেরওয়ানিতে ঝলমল করলেন অঙ্কিতার বর। অন্যদিকে ভারী গয়না আর বেনারসিতে ধরা দিলেন নায়িকা নিজে। এদিন অঙ্কিতা-ভিকির রিসেপশনে উপস্থিত হয়েছিল মুম্বাইয়ের গোটা টেলিভিশন জগত। পৌঁছেছিল পবিত্র রিসতার টিমও। অনিতা হাসনন্দানি, হিতেন তেজওয়ানি, গৌরী তেজওয়ানি, পবিত্র পুনিয়া, এজাজ খান, আশা নেগি, করণবীর বোহরা, টিজে, সকলেই হাজির হয়েছিলেন নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে।

এনএস/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission