বলিউডের শক্তিমান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। বলিউডের কোনো পার্টিতে তেমন দেখা যায় না তাকে। সেসব পার্টিতে না যাওয়ার কারণ জানিয়েছেন এই অভিনেতা।
নওয়াজউদ্দিন সিদ্দিকী বলেন,'বলিউডের পার্টিগুলোতে প্রাণের ভীষণ অভাব। তাছাড়া মিথ্যা ব্যাপারস্যাপার এবং ভণ্ডামিতে ভরা, যা আমার একেবারেই পছন্দ না।'
তিনি আরও বলেন, বলেন, 'পর্দায় আমার অভিনীত চরিত্রগুলির মতো বাস্তবেও ভীষণ সাধারণ আমি। তাই বলিউডের ঝাঁ চকচকে পার্টির মধ্যে থাকার তুলনায় সাধারণ মানুষের সঙ্গে মিশতে বেশি ভালো লাগে আমার। কাজের বাইরে তাদের সাথেই বেশি সময় কাটাই। কারণ বাস্তবে তুমি যতটা সাধারণ থাকবে, মাটির কাছাকাছি থাকবে তত আরও আন্তর্জাতিক হয়ে উঠবে।'
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ভণ্ডামি ব্যাপারটাকে কখনোই বরদাশত করতে পারেন না নওয়াজউদ্দিন সিদ্দিকী। আর ঠিক এই কারণেই বলিউডের পার্টিতে হাজির হতে অনীহা তার।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এনএস